সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি এনভি রমনকে নিয়োগ রাষ্ট্রপতির

এস এ বোবদের পরে এ বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এনভি রমন।

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি এনভি রমনকে নিয়োগ রাষ্ট্রপতির
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 11:29 AM

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এস এ বোবদের পরে এ বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এনভি রমন। এপ্রিল মাসের ২৪ তারিখ শপথ গ্রহণ করবেন তিনি।

আগামী ২৩ এপ্রিল অবসর গ্রহণ করতে চলেছেন সুপ্রিম কোর্ট(Supreme Court)-র প্রধান বিচারপতি এসএ বোবদে। তাঁর অবসর গ্রহণের পর সেই পদে কে বসবেন, এই নিয়ে কেন্দ্রের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। এই বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)-ও এস এ বোবদেকে চিঠি লিখেছিলেন।

সেই চিঠির জবাব দিয়ে বোবদে বিচারপতি এনভি রমনের নাম প্রস্তাব করেছিলেন। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতিকেই প্রধান বিচারপতির পদে বসানো হয়। তাই এসএ বোবদের পরে সবচেয়ে বর্ষীয়ান বিচারপতি হিসেবে এনভি রমনেরই প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল। সেই মতো রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ করায় পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন রমনই। ২০২২ সালের ২৬ অগস্ট অবধি তিনি এই পদে বহাল থাকবেন।

১৯৫৭ সালের ২৭ অগস্ট অন্ধ্র প্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এনভি রমন। ২০০০ সালে তিনি অন্ধ্র প্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সাল অবধি তিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। এরপরই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন।

আরও পড়ুন: Tamil Nadu, Kerala And Puducherry Assembly Election Live: দক্ষিণে তিন রাজ্যে যুদ্ধ শুরু ব্যালট বক্সে