Kamduni Case: দিল্লিতে কামদুনির প্রতিবাদীরা, মহিলা কমিশনের সঙ্গে সাক্ষাতের পর যন্তর মন্তরে ধরনা
কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসএলপি দায়ের করতে পারেন কামদুনির প্রতিবাদীরা। গতকাল দিল্লি পৌঁছে আইনজীবী বাসুরি স্বরাজের সঙ্গে দেখা করেছেন তাঁরা। কামদুনির ঘটনায় রাজ্য পুলিশের ব্যর্থতা দিল্লি অন্দরে কামদুনির প্রতিবাদীরা তুলে ধরতে পারেন বলে জানা যাচ্ছে।
নয়াদিল্লি: কামদুনি ধর্ষণ কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড মকুব নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে কামদুনি ধর্ষণকাণ্ডে দোষীদের ফাঁসি রদ হয়েছে। এর পরই বিষয়টি চলছে চাপানউতোর। কামদুনির প্রতিবাদী হিসাবে পরিচিত মৌসুমী, টুম্পারা হাইকোর্টের এই রায়ের পর কার্যত হতাশ। তাই বলে লড়াই থামিয়ে দেননি তাঁরা। এই বিষয়টি নিয়ে দিল্লি পৌঁছেছেন মৌসুমী-টুম্পারা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁরা গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের অফিসে। সেখানে গিয়ে জাতীয় মহিলা কমিশনার রেখা শর্মার সঙ্গে দেখা করেছেন তাঁরা। রাজ্যের নারী সুরক্ষার বিষয়টিও কামদুনির প্রতিবাদীরা তুলে ধরতে পারেন বলে জানা গিয়েছে।
কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসএলপি দায়ের করতে পারেন কামদুনির প্রতিবাদীরা। গতকাল দিল্লি পৌঁছে আইনজীবী বাসুরি স্বরাজের সঙ্গে দেখা করেছেন তাঁরা। কামদুনির ঘটনায় রাজ্য পুলিশের ব্যর্থতা দিল্লি অন্দরে কামদুনির প্রতিবাদীরা তুলে ধরতে পারেন বলে জানা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব রাজ্যের বিরোধী দলগুলি।
জাতীয় মহিলা কমিশনের দফতরে সাক্ষাতের পর ধরনা কর্মসূচি রয়েছে কামদুনির প্রতিবাদীদের। দুপুর আড়াইটা থেকে দিল্লির যন্তর মন্তরের সামনে তাঁরা ধরনায় বসবেন বলে জানা গিয়েছে। দোষীদের চূড়ান্ত শাস্তির দাবিতেই এই ধরনা বলে জানা গিয়েছে।