DK Shivakumar: ১৩৫ আসনেও খুশি নন ডিকে! প্রথম জয়ের পরই ‘অলস’ না হওয়ার বার্তা দলীয় কর্মীদের

Lok Sabha Election 2024: রবিবার বেঙ্গালুরুতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নতুন উপমুখ্য়মন্ত্রী ডিকে শিবকুমার। সেখানেই তিনি আসন সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আসন্ন সমস্ত নির্বাচনেই কংগ্রেসকে ভাল ফল করতে হবে বলে জানান তিনি।

DK Shivakumar: ১৩৫ আসনেও খুশি নন ডিকে! প্রথম জয়ের পরই 'অলস' না হওয়ার বার্তা দলীয় কর্মীদের
রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে ডিকে শিবকুমার। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 7:46 AM

বেঙ্গালুরু: বুথ ফেরত সমীক্ষা জয়ের ইঙ্গিত দিলেও, কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2024) কংগ্রেস (Congress) যে বিপুল জয় পাবে, তা হয়তো আন্দাজ করতে পারেননি দলের নেতারাও। কর্নাটকের নির্বাচনে ২২৪ আসনের মধ্যে ১৩৫ টিতে জয়ী হয়েছে কংগ্রেস। মাত্র ৬৫টি আসনে জয়ী হয়েছে বিজেপি(BJP)। নির্বাচনের আগে দেবেগৌড়ার দল জেডিএস-র সঙ্গে জোট বাঁধার জল্পনা থাকলেও, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় একাই সরকার গঠন করেছে কংগ্রেস। কিন্তু কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়!  গতবারের লোকসভা নির্বাচনেও কংগ্রেস জয়ী হলেও, সরকার টিকিয়ে রাখতে পারেনি। এবার তাই সরকার বাঁচাতে মরিয়া কংগ্রেস। ১৩৫ আসনে জয়ী হয়েও সন্তুষ্ট নন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ভোটের ফল নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তিনি। বেধে দিলেন আগামী বছরের লোকসভা নির্বাচনের লক্ষ্য আসন সংখ্যাও।

রবিবার বেঙ্গালুরুতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নতুন উপমুখ্য়মন্ত্রী ডিকে শিবকুমার। সেখানেই তিনি আসন সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আসন্ন সমস্ত নির্বাচনেই কংগ্রেসকে ভাল ফল করতে হবে বলে জানান তিনি। দলীয় কর্মীদে উদ্দেশে শিবকুমার বলেন, “আপনাদের একটা সত্যি কথা বলি। বিধানসভা নির্বাচনে ১৩৫ আসনে জয় নিয়ে আমি খুশি নই। সঠিক স্থানে আমাদের লক্ষ্য স্থির থাকা প্রয়োজন, আর সেটা হল আসন্ন লোকসভা নির্বাচন। এখন থেকে প্রত্যেকটা নির্বাচনে কংগ্রেসকে ভাল ফল করতেই হবে। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এটা সবে শুরু, একটা নির্বাচনে জয়লাভ করেই অলস হয়ে যাবেন না।”

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কর্নাটকে ২৮টি লোকসভা আসন রয়েছে, যা সপ্তম বৃহত্তম আসন সংখ্যার রাজ্য। ২০১৯ সালের নির্বাচনে বিজেরি ২৫টি আসনেই জয়লাভ করেছিল। কংগ্রেস ও জনতা দল সেকুলার একটি করে আসনে জয়ী হয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনে লিঙ্গায়ত ও অন্যান্য সম্প্রদায়ের ভোট পাওয়ায়, আসন্ন লোকসভা নির্বাচন নিয়েও আশাবাদী কংগ্রেস।