Delhi Government: স্কুলগুলিকে অনলাইন ক্লাস করার পরামর্শ দিল্লি সরকারের, কেন?

Delhi pollution: দিল্লি ও এনসিআর অঞ্চলে স্কুলগুলির ক্লাস অনলাইনে করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত, প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া খননকাজ, বোরিংকাজ-সহ সমস্ত ধরনের নির্মাণকাজ, নির্মাণ ভাঙার কাজ, এমনকি নির্মাণ প্রজেক্টের কাজ-সহ পাথর-টাইলস কাটা, পেন্টিং, পলিশের কাজের উপরেও আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Delhi Government: স্কুলগুলিকে অনলাইন ক্লাস করার পরামর্শ দিল্লি সরকারের, কেন?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 9:30 PM

নয়া দিল্লি: দেওয়ালি এখনও হয়নি। এর মধ্যেই দিল্লির দূষণ (Delhi pollution) চরম পর্যায়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপ করল দিল্লি সরকার। বিশেষ প্রয়োজন ছাড়া সমস্ত ধরনের নির্মাণকাজ, নির্মাণ ভাঙার কাজ বন্ধ করার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী কিছুদিন হালকা কমার্সিয়াল গাড়ি ও ডিজেল ট্রাক দিল্লিতে ঢোকার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি স্কুল-কলেজের ক্লাস অনলাইনে (online class) করার পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লি সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, দিল্লি ও এনসিআর অঞ্চলে স্কুলগুলির ক্লাস অনলাইনে করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত, প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া খননকাজ, বোরিংকাজ-সহ সমস্ত ধরনের নির্মাণকাজ, নির্মাণ ভাঙার কাজ, এমনকি নির্মাণ প্রজেক্টের কাজ-সহ পাথর-টাইলস কাটা, পেন্টিং, পলিশের কাজের উপরেও আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ফ্লাই অ্যাশ-সহ নির্মাণকাজের বিভিন্ন উপকরণ গাড়িতে তোলা বা নামানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হালকা কমার্সিয়াল গাড়ি ও ডিজেল ট্রাকও রাজধানীতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল ৫টায় দিল্লিতে বাতাসের গুণগত মান (AQI) ছিল ৪০২। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ইনডেক্স অনুযায়ী, বাতাসের গুণগত মান ০ থেকে ৫০ পর্যন্ত ভাল, ৫১ থেকে ১০০ পর্যন্ত সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত মাঝামাঝি, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খারাপ, ৩০১ থেকে ৪০০ পর্যন্ত খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ পর্যন্ত গুরুতর। ফলে বর্তমানে দিল্লির বাতাসের গুণগত মান চরম পর্যায়ে পৌঁছেছে। প্রায় সর্বক্ষণ ধোঁয়াশা হয়ে রয়েছে। ফলে দৃশ্যমানতাও কমে গিয়েছে। আগামী তিনদিন এরকম থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাই পরিস্থিতি সামাল দিতে তৎপর দিল্লি সরকার।