‘মুখ্যমন্ত্রী’ হতে প্রস্তুত ‘মেট্রো ম্যান’, তৈরি উন্নয়নের ব্লু-প্রিন্টও

গতকালই কেরলের বিজেপি প্রেসিডেন্ট কে সুরেন্দ্রন (K Surendran) জানান, বিজেপিতে যোগ দিচ্ছেন ই শ্রীধরন। আগামী ২১ ফেব্রুয়ারি বিজেপি(BJP)-র জয়যাত্রার দিনই তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।

'মুখ্যমন্ত্রী' হতে প্রস্তুত 'মেট্রো ম্যান', তৈরি উন্নয়নের ব্লু-প্রিন্টও
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 4:19 PM

তিরুবনন্তপুরম: আগামী সপ্তাহেই রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন “মেট্রো ম্যান” ই শ্রীধরন (E Sreedharan)। তার আগেই বড়সড় ঘোষণা করলেন তিনি, বললেন, “কেরলে বিজেপি মতায় এলে মুখ্যমন্ত্রী হতে কোনও সমস্যা নেই।” কেরলকে দেনার দায় থেকে মুক্ত করার পাশাপাশি আপাতত রাজ্যের কয়েকটি অঞ্চলে উন্নয়নের উপরই জোর দিতে চান তিনি।

আগামী মার্চ-এপ্রিল মাসেই বিধানসভা নির্বাচন (Kerala Assembly Election 2021) হতে চলেছে কেরলে। গত নির্বাচনে একটিমাত্র আসন পেয়েছিল বিজেপি, তাই এবার লাল দুর্গ ভেঙে কেরলকে নিজেদের দখলে আনতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের শাসক দল। গতকালই কেরলের বিজেপি প্রেসিডেন্ট কে সুরেন্দ্রন (K Surendran) জানান, বিজেপিতে যোগ দিচ্ছেন ই শ্রীধরন। আগামী ২১ ফেব্রুয়ারি বিজেপির জয়যাত্রার দিনই তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।

আজ তিনি জানান, রাজ্যে উন্নয়নই প্রধান লক্ষ্য বিজেপির। যদি বিধানসভা নির্বাচনে বিজেপি জেতে, তবে প্রথম কাজ হবে রাজ্যকে দেনার দায় থেকে মুক্ত করা। এছাড়াও রাজ্যের পরিকাঠামোয় উন্নয়ন দলের অন্যতম লক্ষ্য। ৮৮ বছরের “মেট্রো ম্যান” বলেন, “আমার প্রধান লক্ষ্য হল কেরলে বিজেপিকে ক্ষমতায় আনা। সেই লক্ষ্য পূরণ হলে মূলত তিন-চারটি ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে। এরমধ্যে অন্যতম একটি লক্ষ্য হল রাজ্যে শিল্প আনা। রাজ্যকে দেনার দায় থেকে মুক্ত করতে অর্থ কমিশনও তৈরি করা হতে পারে।”

আরও পড়ুন: ভিডিয়ো: চায়ের কাপে শেষ চুমুক, জঙ্গির গুলিতে লুটিয়ে পড়লেন দুই পুলিশকর্মী

এই বিষয়ে তিনি বলেন, “রাজ্যে এত ধারদেনা হয়ে রয়েছে। সম্পূর্ণ দেনার দায়ে ঢুবে রয়েছে কেরল। প্রত্যেক মালায়লির কাঁধে প্রায় ১.২ লাখ টাকার দেনার দায় চেপে রয়েছে। অর্থাৎ রাজ্য দেউলিয়া হতে চলেছে, তবুও সরকার ধার করেই যাচ্ছে। রাজ্যকে এই সমস্যার থেকে মুক্ত করতে আমাদের কিছু করতে হবে।”

নির্বাচনে তিনি দাঁড়াবেন কিনা, সেই প্রসঙ্গে তিনি বলেন, “যদি বিজেপি চায়, তবে অবশ্যই নির্বাচনে লড়ব। ক্ষমতায় আসার পর যদি দল চায়, তবে মুখ্যমন্ত্রীর পদেও বসতে পারি। সোজা কথায় বলতে গেলে, যদি আমি মুখ্যমন্ত্রী না হই, তবে এই প্রকল্পগুলি পূরণ হবে না।” আচমকাই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, কেরলে ইউডিএফ (UDF) ও এলডিএফ (LDF) ক্রমান্বয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু এরা কেউই রাজ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেনি। বিগত ২০ বছরে রাজ্যে একটাও শিল্প পর্যন্ত আসেনি।

শাসকদলগুলির উপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “ওঁরা (শাসক দল) সবসময়ই কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্বে ব্যস্ত। সেই কারণেই রাজ্যে কোনও উন্নয়ন হয়নি। যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতায় কাজ করা হবে।”

আরও পড়ুন: কেরল দখলে বিজেপির তুরুপের তাস ‘মেট্রো ম্যান’, যোগদান ‘বিজয় যাত্রা’য়