Amritpal Singh: পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল খলিস্তানি নেতা অমৃতপাল সিং, পুলিশি অভিযানে গ্রেফতার ৭৮

Punjab Police: রাজ্য়ে বিশৃঙ্খলা রুখতে পঞ্জাব জুড়ে গতকাল থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টা অবধি ইন্টারনেট বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।

Amritpal Singh: পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল খলিস্তানি নেতা অমৃতপাল সিং, পুলিশি অভিযানে গ্রেফতার ৭৮
আত্মসমর্পণ করলেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 6:53 AM

অমৃতসর: এখনও অধরা খলিস্তানি (Khalistani) নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। তাঁকে গ্রেফতার করতে বিশাল অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ (Punjab Police)। সূত্রের খবর, এখনও অবধি ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ(Police), আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অমৃতপাল সিংকে বাইকে করে পালাতে দেখা গিয়েছে। তাঁর অন্যতম সহকারী দলজিৎ সিং কালসী, যিনি ওই খলিস্তানি নেতার আর্থিক লেনদেন দেখতেন, তাঁকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ।

শনিবার সকাল থেকেই খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে পঞ্জাব পুলিশ। ৭ জেলা থেকে পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়। জানা গিয়েছে, পঞ্জাবের জলন্ধরের শাহকোট তহশিলে যাওয়ার পথেই খলিস্তানি নেতার কনভয়কে ধাওয়া করে পুলিশ। সূত্রের খবর, কনভয় আটকে অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গেলে, খলিস্তানি নেতা বাইকে চেপে পালিয়ে যায়।

জানা গিয়েছে, শনিবার সকালে অমৃতপাল সিংয়ের নেতৃত্বে অমৃতসরে ব্য়াপক বিক্ষোভ দেখানো হয়। অমৃতপালের ঘনিষ্ঠ সঙ্গী লভপ্রীত তুফানকে সম্প্রতিই পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পঞ্জাব পুলিশের তরফে এই বিষয়ে কিছু জানানো না হলেও, এর কিছুক্ষণ পরে পুলিশের তরফে জানানো হয়, অমৃতপাল সিং সহ একাধিক ব্যক্তি পলাতক। তাদের ধরতে বিশাল অভিযান শুরু করা হয়েছে।

এদিকে, অমৃতপাল সিংকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ, এই খবর জানতে পেরেই তাঁর সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে শাহকোটে জমায়েত হওয়ার আবেদন জানায়। রাজ্য়ে বিশৃঙ্খলা রুখতে পঞ্জাব জুড়ে গতকাল থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টা অবধি ইন্টারনেট বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে অমৃতপাল সিংয়ের গ্রাম জাল্লুপুর খাইরায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী গোটা গ্রামকে ঘিরে ফেলা হয়েছে। গ্রাম থেকে ঢোকা ও বেরোনোও বন্ধ করে দেওয়া হয়েছে।