Papalpreet Singh arrested: গ্রেফতার খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী অমৃতপালের ছায়াসঙ্গী পপলপ্রীত

Papalpreet Singh arrested: সোমবার (১০ এপ্রিল), দিল্লি পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে অমৃতপাল সিং-এর ঘনিষ্ঠ শাগরেদ পপলপ্রীত সিং-কে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।

Papalpreet Singh arrested: গ্রেফতার খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী অমৃতপালের ছায়াসঙ্গী পপলপ্রীত
অমৃতপাল সিং-এর সঙ্গে পপলপ্রীত সিং
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 3:01 PM

অমৃতসর: বড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। ধরা পড়ল, পলাতক খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং-এর ঘনিষ্ঠ শাগরেদ পপলপ্রীত সিং। সোমবার (১০ এপ্রিল), দিল্লি পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে, পঞ্জাবের হোসিয়ারপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। গত ১৮ মার্চ অমৃতপালের সঙ্গেই গা ঢাকা দিয়েছিল পপলপ্রীতও। তারপর দুজনকে এক অজ্ঞাত স্থানে সফট ড্রিঙ্কে চুমুক লাগাতে দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পুলিশ সূত্রে খবর, প্রথমে তারা পালিয়ে দিল্লির এক জায়গায় আত্মগোপন করেছিল। তারপর, দুজনে একসঙ্গেই হরিয়ানায় পালিয়েছিল। সেখানে এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিল। গত কয়েকদিনে হরিয়ানার কুরুক্ষেত্র এলাকায় দুজনকে দেখা গিয়েছে বলে দাবি করেছিল পুলিশ। এবার পপলপ্রীত ধরা পড়ায়, অমৃতপালও দ্রুত ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।

ফেব্রুয়ারির শেষে, তার এক শাগরেদকে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ। তার মুক্তির জন্য অমৃতপাল সিং এবং তার শয়ে শয়ে সমর্থক অমৃতসরের নিকটবর্তী আজনালা থানায় সশস্ত্র অবস্থায় হামলা চালিয়েছিল। ওই ঘটনার তিন সপ্তাহ পরই, ১৮ মার্চ জলন্ধরে অমৃতপালকে গ্রেফতার করার জন্য অভিযান চালায় পঞ্জাব পুলিশ। কিন্তু, বারবার যানবাহন পরিবর্তন করে এবং চেহারা পরিবর্তন করে পুলিশের জাল থেকে পালিয়ে যায় অমৃতপাল এবং পপলপ্রীত। দুজনের বিরুদ্ধেই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈষম্য ছড়ানো, হত্যার চেষ্টা, পুলিশ কর্মীদের উপর হামলা এবং সরকারী কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়।

অমৃতপাল সিং-এর উত্থানের পিছনে পপলপ্রীতের মস্তিষ্কের অনেক বড় ভূমিকা রয়েছে বলে শোনা যায়। বস্তুত, দ্বিতীয় জার্নেল সিং ভিন্দ্রানওয়াল হিসেবে অমৃতপালের ভাবমূর্তি তৈরি করতে চেয়েছিল পপলপ্রীত। ১৯৭৮ সালে উল্কার গতিতে উত্থান ঘটেছিল ভিন্দ্রানওয়ালের। অমৃতপাল সিংয়ের চারপাশে সেই রকমই এক আভা তৈরি করার চেষ্টা করেছিল পপলপ্রীত। এমনকী ভিন্দ্রানওয়ালের ছবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছবি তোলা হয়েছে অমৃতপালের। এমনকি, গত শতাব্দীবর সাতের দশকে যেমন ভিন্দ্রানওয়াল ভোগবাদ, পর্নোগ্রাফি এবং নেশার মতো খারাপর অভ্যাসের বিরুদ্ধে পঞ্জাব জুড়ে প্রচার করেছিল, একইভাবে ধর্ম প্রচার এবং নেশা মুক্তির উপরই ফোকাস করেছিল অমৃতপাল।