AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra: কর্নাটকের নিন্দা করে প্রস্তাবনা মহারাষ্ট্রের, সীমান্ত বিরোধ নিয়ে চরমে উত্তেজনা

Maharashtra resolution against Karnataka: কর্নাটকের 'মারাঠি-বিরোধী অবস্থানের' নিন্দা করে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) একটি সর্বসম্মত প্রস্তাবনা পাস করল মহারাষ্ট্র বিধানসভা। নতুন মাত্রা নিল মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধ।

Maharashtra: কর্নাটকের নিন্দা করে প্রস্তাবনা মহারাষ্ট্রের, সীমান্ত বিরোধ নিয়ে চরমে উত্তেজনা
নতুন মাত্রা পেল মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধ
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 11:28 PM
Share

মুম্বই: কর্নাটকের ‘মারাঠি-বিরোধী অবস্থানের’ নিন্দা করে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) একটি সর্বসম্মত প্রস্তাবনা পাস করল মহারাষ্ট্র বিধানসভা। এই প্রস্তাবনায় বলা হয়েছে, দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মারাঠি-ভাষী জনগোষ্ঠীর প্রতি ‘নিপীড়ন’ চালাচ্ছে এবং ‘অন্যায়’ করছে কর্নাটক সরকার। এর আগে, কর্নাটক বিধানসভায় এই বিষয়ে একটি প্রস্তাবনা পাস হয়েছিল। যেখানে তারা সাফ জানিয়েছিল, ‘এক ইঞ্চি জমিও’ মহারাষ্ট্রকে ছাড়া হবে না। এই বিষয়ে আবেগকে উস্কে দেওয়ার জন্য মহারাষ্ট্রের প্রচেষ্টার নিন্দা করে, এই বিষয়টি “সমাপ্ত অধ্যায়” বলা হয়েছিল। কিন্তু, বিষয়টির শেষ যে এত সহজে হবে না, তা এদিন মহারাষ্ট্র বিধানসভায় পাস হওয়া প্রস্তাবনা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, “কর্নাটক সরকারের মারাঠি-বিরোধী অবস্থান এবং সীমান্ত এলাকায় বসবাসকারী মারাঠি জনগণ যেভাবে বছরের পর বছর ধরে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মর্যাদা পাচ্ছে, নিপীড়ন এবং অন্যায়ের শিকার হচ্ছে, তার নিন্দা করে মহারাষ্ট্র।” কর্নাটকে অবস্থিত ৮৬৫টি মারাঠি-ভাষী গ্রামকেই মহারাষ্ট্রে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে। এর জন্য সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিধানসভায় এদিন ধ্বনি ভোটের মাধ্যমে এই প্রস্তাবনাটি পাস হয়।

কর্নাটকের ‘মারাঠি বিরোধী অবস্থানে’র নিন্দা করে প্রস্তাবনাটিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা চলছে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হয়েছে। তা সত্ত্বেও, গত ২২ ডিসেম্বর কর্ণাটক সরকার একতরফাভাবে একটি প্রস্তাবনা পাস করে দুই রাজ্যের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। কর্ণাটক সরকারের এই অবস্থান অগণতান্ত্রিক। মহারাষ্ট্র সরকার পূর্ণ শক্তি দিয়ে, আইনি পথে এই যুদ্ধ লড়বে। অমিত শাহের সভাপতিত্বে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য কেন্দ্রকে অনুরোধ করবে মহারাষ্ট্র।

বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “মহারাষ্ট্র সরকার দৃঢ়ভাবে সীমান্তে বসবাসকারী মারাঠি-ভাষী জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। এই অঞ্চলগুলিকে মহারাষ্ট্রে ফিরিয়ে আনার জন্য আইনত যা যা করা দরকার তা করা হবে।” বিরোধী দলনেতা অজিত পওয়ার বলেছেন, বিরোধীরা এই বিষয়ে সরকারকে সমর্থন করছে। তবে, ৭৬৫টি গ্রাম ফিরিয়ে আনার সময়, তার মধ্যে যাতে বেলগাভি, বিদার, ভালকি এবং নিপানি অবশ্যই থাকে, তা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করেছেন তিনি। সোমবার বিধান পরিষদে, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সীমান্তের বিতর্কিত এলাকাগুলিকে ‘কেন্দ্রশাসিত অঞ্চলে’র মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছিলেন। তিনি এই বিষয়ে রাজ্য সরকারের নীরবতারও নিন্দা করেছিলেন।

Aadhaar Card আপডেট করেননি? এবার কী হবে, জানেন?
Aadhaar Card আপডেট করেননি? এবার কী হবে, জানেন?
এমন অস্ত্র হাতে এল যে ভারতীয় সেনার সামনে আর কেউ টিকতেই পারবে না...
এমন অস্ত্র হাতে এল যে ভারতীয় সেনার সামনে আর কেউ টিকতেই পারবে না...
ছাড় পায় না পুরুষ অভিনেতারাও, জনের পিঠ জুড়ে আঁচড়ের দাগ! কী হয়েছিল?
ছাড় পায় না পুরুষ অভিনেতারাও, জনের পিঠ জুড়ে আঁচড়ের দাগ! কী হয়েছিল?
পরেরবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে কী হবে? লেফটেন্যান্ট জেনারেল বললেন
পরেরবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে কী হবে? লেফটেন্যান্ট জেনারেল বললেন
বয়স্কদের ট্রেনের টিকিটে আবার ডিসকাউন্ট ফিরছে?
বয়স্কদের ট্রেনের টিকিটে আবার ডিসকাউন্ট ফিরছে?
স্লো নেটওয়ার্ক? ২ মিনিটেই ইন্টারনেট ছুটবে ঘোড়ার গতিতে! কীভাবে জানুন
স্লো নেটওয়ার্ক? ২ মিনিটেই ইন্টারনেট ছুটবে ঘোড়ার গতিতে! কীভাবে জানুন
টিকিট পাবেন বলেই ইস্তফা? রবি ঘোষকে নিয়ে বাড়ছে জল্পনা
টিকিট পাবেন বলেই ইস্তফা? রবি ঘোষকে নিয়ে বাড়ছে জল্পনা
কোথায় যাচ্ছে কেন্দ্রের দেওয়া রেশনের গম? 'ফাঁস' করে দিলেন শুভেন্দু
কোথায় যাচ্ছে কেন্দ্রের দেওয়া রেশনের গম? 'ফাঁস' করে দিলেন শুভেন্দু
কোথায়, কাকে ঘুষ দিতে হয়? সব বলে দিলেন অভিষেক
কোথায়, কাকে ঘুষ দিতে হয়? সব বলে দিলেন অভিষেক
হাতে গঙ্গাজলের বোতল, বিধাননগর কমিশনারেটের কাছে কী করছে বিজেপি?
হাতে গঙ্গাজলের বোতল, বিধাননগর কমিশনারেটের কাছে কী করছে বিজেপি?