Murder Case: মুরগি কষা না পেয়ে বেজায় চটেছিলেন, বচসায় জড়াতেই বাবা মুগুর দিয়ে বাড়ি দিল ছেলের মাথায়, তারপর…

Crime News: মঙ্গলবার সকালে কাজে বেরোনোর আগে শিবরাম মুরগির মাংস রান্না করেন। তবে দেরী হয়ে যাওয়ায় সেই সময় তিনি মাংস খেতে পারেননি। রাতে বাড়ি ফিরে মাংস খাবেন বলে জানিয়ে গিয়েছিলেন।

Murder Case: মুরগি কষা না পেয়ে বেজায় চটেছিলেন, বচসায় জড়াতেই বাবা মুগুর দিয়ে বাড়ি দিল ছেলের মাথায়, তারপর...
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 11:07 AM

বেঙ্গালুরু: শখ করে রান্না করেছিলেন, এদিকে নিজের কপালেই এক টুকরো মাংস জুটল না! মুরগির মাংস রান্না করা নিয়েই বাবা-ছেলের মধ্যে বচসা। রাগের বশে নিজের ছেলেকে খুন করে বসলেন বাবা। জানা গিয়েছে, খাবার নিয়ে বচসার জেরে ছেলের মাথায় জামাকাপড় কাচার কাঠের মুগুর দিয়ে আঘাত করেন তাঁর বাবা। সঙ্গে সঙ্গেই মেঝেতে লুটিয়ে পড়েন ওই যুবক। ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলায়।  বুধবার পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দক্ষিণ কন্নড়ের গুট্টিগার গ্রামে এই ঘটনাটি ঘটে। শীন নামক ওই বৃদ্ধ তাঁর ছেলে শিবরাম, পুত্রবধূ ও দুই নাতি-নাতনির সঙ্গে থাকতেন। মঙ্গলবার সকালে কাজে বেরোনোর আগে শিবরাম মুরগির মাংস রান্না করেন। তবে দেরী হয়ে যাওয়ায় সেই সময় তিনি মাংস খেতে পারেননি। রাতে বাড়ি ফিরে মাংস খাবেন বলে জানিয়ে গিয়েছিলেন। কিন্তু রাতে তিনি বাড়ি ফিরে জানতে পারেন যে রান্না করা মুরগির মাংস শেষ হয়ে গিয়েছে। শেষ যেটুকু তার জন্য় তুলে রাখা হয়েছিল, তা তাঁর বাবা খেয়ে নিয়েছেন। এই নিয়েই বাবা-ছেলের মধ্যে তুমুল বচসা শুরু হয়। রাগের বশেই হঠাৎ বৃদ্ধ পাশে রাখা জামা-কাপড় কাচার কাঠের মুগুর হাতে তুলে ছেলের মাথায় আঘাত করেন।

সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শিবকুমার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। প্রত্য়ক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।