Manoj Jarange Patil: ‘আমার কিছু হলে সরকার দায়ী থাকবে’, সংরক্ষণের দাবিতে জলপান বন্ধের হুমকি জারাঙ্গে পাটিলের
Maratha quota Row: সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের আধা-প্রতিশ্রুতি আর গ্রহণ করা হবে না, তাও জানিয়ে মনোজ জারাঙ্গে বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে সাফ জানিয়েছি যে কোনও আধা-প্রতিশ্রুতি গ্রহণ করা হবে না। সকল মারাঠাদের জন্যই সংরক্ষণ চাই। মারাঠা ও কুনবিরা এক, দুই শ্রেণিরই প্রাথমিক পেশা কৃষিকাজ।"
মুম্বই: মারাঠা সংরক্ষণের দাবিতে জ্বলছে মহারাষ্ট্র। রাজ্যজুড়ে জায়গায় জায়গায় বিক্ষোভ-অশান্তি ছড়িয়েছে। এরইমধ্যে মুখ্যমন্ত্রীকে চরম হুঁশিয়ারি দিলেন মারাঠা সংরক্ষণের দাবিতে অন্যতম আন্দোলনকারী মনোজ জারাঙ্গে পাটিল। মঙ্গলবারই তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি বিশেষ অধিবেশন বসিয়ে অবিলম্বে মারাঠা সংরক্ষণে অনুমোদন না দেওয়া হয়, তবে আমি জল পানও বন্ধ করব”। এদিকে, হুমকির পরই তাঁকে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডে। প্রায় ২০ মিনিট তাঁদের কথা হয়।
সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের আধা-প্রতিশ্রুতি আর গ্রহণ করা হবে না, তাও জানিয়ে মনোজ জারাঙ্গে বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে সাফ জানিয়েছি যে কোনও আধা-প্রতিশ্রুতি গ্রহণ করা হবে না। সকল মারাঠাদের জন্যই সংরক্ষণ চাই। মারাঠা ও কুনবিরা এক, দুই শ্রেণিরই প্রাথমিক পেশা কৃষিকাজ। তাই কুনবিদের যে সংরক্ষণের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তা সমস্ত মারাঠাদেরই দিতে হবে। ”
প্রসঙ্গত, মঙ্গলবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আন্দোলনকারী মনোজ জারাঙ্গের সঙ্গে ফোনে কথা বলেন। প্রায় ২০ মিনিটের ওই কথাবার্তায় তিনি আশ্বাস দেন যে মারাঠা সংরক্ষণ নিয়ে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করছে। উনি যেন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখেন। আজ সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।