Fire Incident: বাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত্যু চার জনের
Gujarat: কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্ত ভয়াবহ আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা সেই আগুন নেভানোর কাজ করেন।
ভদোদরা: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গুজরাতে। সে রাজ্যের আরাবল্লী জেলার একটি বাজি কারখানায় বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্ত ভয়াবহ আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা সেই আগুন নেভানোর কাজ করেন। ঘটনার জেরে চার জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেই চার জনই আগুন লাগার সময় কারখানার ভিতরে ছিলেন। এর জেরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।
বাজি কারখানায় লাগল ভয়াবহ আগুন। এর জেরে চার জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলবাহিনী। দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে কী করে সেখানে আগুন লাগল এ ব্যাপারে কিছু জানা যায়নি। কিন্তু কারাখানায় বাজি তৈরির সরঞ্জাম থাকার জেরে আগুন ভয়াবহ আকার ধারণ করে বলে জানা গিয়েছে।
#WATCH | A massive fire breaks out at a firecracker company in Aravalli district of Gujarat. Two fire tenders present at the spot. Further details awaited. pic.twitter.com/2oOnSHfpjk
— ANI (@ANI) April 20, 2023
ঘটনা নিয়ে আরাবল্লী জেলার পুলিশ সুপার সঞ্জয় খারাত বলেছেন, “বাজি কারখানায় আগুনের জেরে আরাবল্লী জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখনও উদ্ধার কাজ চলছে।” ঘটনা নিয়ে দমকলের অফিসার দিগ্বিজয় সিং গান্ধবী বলেছেন, “খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন ভয়াবহ আকার নিয়েছিল। আগুন নেভানোর কাজ চলছে।”