Delhi Fire: পুড়ে ছাই ৫০টি দোকান, ১৩ ঘণ্টা পরও দিল্লির মার্কেটে নিভছে না আগুন
Delhi Fire: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য রাতে দমকলের আরও ইঞ্জিন আসে। প্রায় ৩২টি ইঞ্জিন রাতভর আগুন নেভানোর চেষ্টা করে। আনা হয় আধুনিক রিমোট কন্ট্রোল অগ্নি নির্বাপণ যন্ত্রও।
নয়া দিল্লি: আগুন লেগেছিল বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ। শুক্রবার সকাল সাড়ে দশটা বেজে গেলেও নেভেনি সেই আগুন। ১৩ ঘণ্টা ধরে জ্বলছে পুরনো দিল্লির ইলেকট্রনিক মার্কেট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদনি চক লাগোয়া ওই মার্কেটে গত রাতে লাগা ভয়াবহ আগুনে কমপক্ষে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। বর্তমানে ১৫০ দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি। কী কারণে আগুন লেগেছিল, তাও এখনও জানা যায়নি।
রাতভর আগুন নেভানোর চেষ্টা করা হলেও, শেষ খবর পাওয়া অবধি এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বর্তমানে ৪০টি দমকলের ইঞ্জিন (Fire Tenders) আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিট নাগাদ হঠাৎ আগুন লাগে পুরনো দিল্লির ভগীরথ প্য়ালেসের ইলেকট্রনিক মার্কেটে। পাশাপাশি একাধিক দোকান থাকায় এবং সবকটি দোকানেই দাহ্য পদার্থ থাকায়, আগুন ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগেনি। গলি থেকে আগুনের শিখা ও সাদা ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর চেষ্টা।
The situation is not very good as of now. 40 fire tenders are present at the spot. The fire will be brought under control by morning. No casualties have been reported so far. A major part of the building has been damaged: Atul Garg, Delhi Fire Service Director https://t.co/BcU4Qd9wUT pic.twitter.com/yroJhxLzo6
— ANI (@ANI) November 24, 2022
চাঁদনিচক লাগোয়া এই অঞ্চলেও সরু গলি হওয়ায় একদিকে দমকলের যেমন ঢুকতে বেগ পেতে হয়, তেমনই ইলেকট্রনিক পণ্যের দোকানে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষেই আশেপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে যায়। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে কীভাবে আগুনের গ্রাসে চলে যাচ্ছে একের পর এক দোকান। দোকান থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা রাস্তার উপরে থাকা বিদ্যুতের তার অবধি পৌঁছে যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য রাতে দমকলের আরও ইঞ্জিন আসে। প্রায় ৩২টি ইঞ্জিন রাতভর আগুন নেভানোর চেষ্টা করে। আনা হয় আধুনিক রিমোট কন্ট্রোল অগ্নি নির্বাপণ যন্ত্রও। শেষ খবর অনুযায়ী, ভোর ৫টা নাগাদ দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আসে। বর্তমানে মোট ৪০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে এখনও অবধি কোনও হতাহতের খবরও মেলেনি।
Efforts are being put in to douse the fire. Fire officials and Police are at the site. Fire has not been brought under control so far. Two floors have been damaged. No casualty has been reported. The reason for the fire is not known yet: Former Health Minister Dr Harsh Vardhan pic.twitter.com/RyzQ6vkWe4
— ANI (@ANI) November 24, 2022
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ। তিনি বলেন, “পরিস্থিতি খুব একটা ভাল নয়। দমকলের ৪০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। আশা করা হচ্ছে সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি, তবে ভাগীরথ বিল্ডিংয়ের একটা বড় অংশই আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
অন্যদিকে, মধ্য রাতে ঘটনাস্থলে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ হর্ষবর্ধনও। তিনি বলেন, “পুরোদমে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী উপস্থিত রয়েছে। এখনও অবধি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিল্ডিংয়ের দুটি তল ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুন লেগেছে, তাও এখনও জানা যায়নি।”