Modi in Pune: এক মঞ্চে মোদী এবং শরদ ও অজিত পওয়ার! ‘লোকমান্য তিলক পুরস্কারে’ভূষিত প্রধানমন্ত্রী
Modi in Pune: মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন ধরার পর, এই প্রথম একই মঞ্চে দেখা গেল শরদ পওয়ার, অজিত পওয়ার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজনৈতিকভাবে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই অনুষ্ঠানে না যাওয়ার জন্য শরদ পওয়ারকে অনুরোধ করেছিলেন এমভিএ জোট এবং ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দল।
পুনে: মঙ্গলবার (১ অগস্ট), পুনেতে লোকমান্য তিলক পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মান পেয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “এই মর্যাদাপূর্ণ পুরষ্কার গ্রহণ করে আমি একই সঙ্গে উতফুল্ল এবং আবেগমথিত হয়ে পড়েছি। এই পুরস্কার তিনি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, “এই পুরস্কারের টাকা আমি নমামি গঙ্গে প্রকল্পে দান করার সিদ্ধান্ত নিয়েছি।” তবে, তাঁর এই পুরস্কার প্রাপ্তিকে ছাপিয়ে গিয়েছে মঞ্চে ‘কাকা-ভাইপো’ শরদ ও অজিত পওয়ারের উপস্থিতি। মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন ধরার পর, এই প্রথম একই মঞ্চে দেখা গেল শরদ পওয়ার, অজিত পওয়ার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজনৈতিকভাবে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই অনুষ্ঠানে না যাওয়ার জন্য শরদ পওয়ারকে অনুরোধ করেছিলেন এমভিএ জোট এবং ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দল। তাদের অনুরোধ উপেক্ষা করেই প্রধানমন্ত্রী মোদীর হাতে লোকমান্য তিলক পুরস্কার তুলে দিলেন খোদ এনসিপি প্রধান।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তাঁর আরেক ডেপুটি দেবেন্দ্র ফড়নবিস। তবে রাজনৈতিক মহলে অবশ্যই চর্চার বিষয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী মোদী এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধানের মঞ্চ ভাগাভাগি করে নেওয়া। এর আগে সাত বছর আগে শেষবার এক মঞ্চে দেখা গিয়েছিল এই দুই নেতাকে। দুই নেতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাও রয়েছে। তবে, এমভিএ জোটের দুই শরিক কংগ্রেস এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে) দুই দলই তাঁকে এদিনের অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছিল। পওয়ার জানান, কয়েক মাস আগেই তিনিই প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই এই অনুষ্ঠানে না যাওয়া করতে পারবেন না তিনি। শরিকরা পাল্টা যুক্তি দিয়েছিল, সেই সময় পরিস্থিতি অন্যরকম ছিল। এনসিপি-র ভাঙেন এবং বিজেপির সঙ্গে অজিত পওয়ারের হাত মেলানোর পর, অবস্থা বদলে গিয়েছে।
তারপরও, লোকমান্য তিলক স্মারক মন্দির ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে পওয়ারের উপস্থিতি বিরোধী জোটকে যথেষ্টই অস্বস্তিতে ফেলে দিয়েছে। আগামী বছরের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২৬টি বিরোধী দল ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছে। এই জোট গঠনের পিছনে বড় ভূমিকা রয়েছে শরদ পওয়ারের। নয়া জোট ঘোষণার কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চে জোটের এই প্রবীণ নেতার উপস্থিতি সাধারণ মানুষের কাথছে ভুল বার্তা দিতে পারে বলে আশঙ্কা করছেন একাধিক বিরোধী নেতা। বিশেষ করে বিহারের পটনা এবং কর্নাটকের বেঙ্গালুরুর পর, বিরোধী জোটের তৃতীয় বৈঠকটি হওয়ার কথা মহারাষ্ট্রের মুম্বইয়ে। এই বিষয়ে শিবসেনা (উদ্ধব) দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “আগে বিজেপিকে বলতে হবে, মাত্র এক মাস আগে যাঁর দলের বিরুদ্ধে দুর্নীতি এবং বংশবাদী রাজনীতি করার অভিযোগ তুলে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী, সেই শরদ পওয়ারের সঙ্গে এক মঞ্চে কীকরে থাকলেন তিনি?”