Madhya Pradesh: জল্পনার অবসান, মধ্য প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী মোহন যাদব
Madhya Pradesh: হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর-সহ ভারতীয় জনতা পার্টির পর্যবেক্ষকরা সোমবার সকালেই ভোপালে পৌঁছেছিলেন। দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে তাঁরা এক বৈঠক করেন। বৈঠকেই মধ্য প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্ধারণ করা হয়।
ভোপাল: দীর্ঘ জল্পনার পর, অবশেষে সামনে এল মধ্য প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বিজেপির পর্যবেক্ষকরা জানালেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা মোহন যাদব। উজ্জয়িনী দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। ফলে, শিবরাজ সিং চৌহানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। শীঘ্রই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর-সহ ভারতীয় জনতা পার্টির পর্যবেক্ষকরা সোমবার সকালেই ভোপালে পৌঁছেছিলেন। দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে তাঁরা এক বৈঠক করেন। বৈঠকেই মধ্য প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্ধারণ করা হয়। একইভাবে আগামিকাল রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম জানা যাবে। রবিবার, বিষ্ণু দেও সাইকে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছিল।
#WATCH | BJP leaders including Shivraj Singh Chauhan, congratulate party leader Mohan Yadav after he was named as the new Chief Minister of Madhya Pradesh pic.twitter.com/SibAIt4Cnh
— ANI (@ANI) December 11, 2023
৫৮ বছরের মোহন যাদব তিন-তিনবারের বিধায়ক। বিদায়ী শিবরাজ সিং চৌহান সরকারে তিনি উচ্চশিক্ষা মন্ত্রীর পদে ছিলেন। মোহন শিং-কে নয়া মুখ্যমন্ত্রী করায় শিবরাজ সিং চৌহানের রাজনৈতিক জীবনের এখানেই অবসান ঘটল বলে মনে করা হচ্ছে। মোহন সিং-কে মুখ্য়মন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি, মধ্য প্রদেশে বিজেপি দুজন উপ-মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেছে – জগদীশ দেওরা এবং রাজেশ শুক্লা। আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে, শিবরাজকে সরিয়ে নয়া মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে, দলের অন্দরে যাতে কোনও অসন্তোষ তৈরি না হয়, তার মোকাবিলা করতেই দুজন উপমুখ্যমন্ত্রী করা হল বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, এইবারের নির্বাচনে মধ্য প্রদেশে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। তাঁকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা ছিল। শেষ পর্যন্ত তাঁকে বিধানসভার অধ্যক্ষ করা হয়েছে।
১৭ নভেম্বর ভোট গ্রহণ করাহয়েছিল মধ্য প্রদেশে। ৩ ডিসেম্বর গণনায় দেখা গিয়েছিল, বিধানসভার ২৩০ আসনের মধ্যে ১৬৩টি আসনে জিতেছে বিজেপি, কংগ্রেস মাত্র ৬৬টি। তারপর থেকে প্রায় ১ সপ্তহ কেটে গেলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা জারি ছিল। এদিন সকাল সাড়ে এগারোটায় এক বিশেষ বিমানে ভোপালে আসেন মনোহরলাল খট্টর, ওবিসি মোর্চা প্রধান কে লক্ষ্মণ এবং সেক্রেটারি আশা লাকড়া। ভোপাল বিমানবন্দরে দলের রাজ্য প্রধান ভিডি শর্মা এবং অন্যান্য নেতারা তাঁদের স্বাগত জানান। এরপর, মুখ্যমন্ত্রীর বাসভবনে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সোমবার বিকেল ৪টেয় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক হয় এবং তারপরই নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।