Dhankar-Kharge: ‘আমি হাসি তবে আপনার মতো হাসি না’, সংসদে ‘খুনসুটি’ ধনখড়-খাড়্গের

Parliament session: এদিন অধিবেশনের দ্বিতীয় পর্বে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গ নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু হয়। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। এরপর কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে তাঁর বক্তব্য পেশ করার আহ্বান জানিয়ে হালকার ছলে তাঁর সঙ্গে রসিকতায় মেতে ওঠেন চেয়ারম্যান জগদীপ ধনখড়।

Dhankar-Kharge: 'আমি হাসি তবে আপনার মতো হাসি না', সংসদে 'খুনসুটি' ধনখড়-খাড়্গের
রাজ্যসভায় 'খুনসুটি' জগদীপ ধনখড় ও মল্লিকার্জুন খাড়্গের। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 4:49 PM

নয়া দিল্লি: শীতকালীন অধিবেশনের শুরু থেকেই সরগরম সংসদ (Parliament)। সম্প্রতি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। সোমবার জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবে এদিন এই বিষয়টিও উঠে এসেছে সংসদে। এদিন জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দুটি সংশোধনী বিল রাজ্যসভায় পেশ করেন অমিত শাহ। যদিও বিরোধীরা মোদী সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করতে ছাড়েননি। যা নিয়ে খানিক উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। তবে সরগরম আবহের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankar) ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) টিপ্পনী পাল্টা কটাক্ষে হাসির রোল উঠল।

এদিন অধিবেশনের দ্বিতীয় পর্বে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গ নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু করেন ডিএমকে সাংসদ এম মহম্মদ আবদুল্লা। যার তীব্র বিরোধিতায় সরব হন বিজেপি সাংসদরা। এরপর কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে তাঁর বক্তব্য পেশ করার আহ্বান জানিয়ে হালকার ছলে তাঁর সঙ্গে রসিকতায় মেতে ওঠেন চেয়ারম্যান জগদীপ ধনখড়।

চেয়ারম্যানের আহ্বানে মল্লিকার্জুন খাড়্গে রাজ্যসভায় তাঁর বক্তব্য পেশ করতে ওঠেন। সাদা পাঞ্জাবির উপর জহর কোট পরে এবং গলায় মাফলার জড়িয়ে খাড়্গে বলতে উঠলে তাঁর ঠোঁটের কোণে হাসির হালকা রেখা ছিল। সেই প্রসঙ্গ তুলে চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, “যাক! আপনি হাসলেন তো অন্তত।” চেয়ারম্যানের এই মন্তব্যের পাল্টা টিপ্পনী দিতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা। তিনি পাল্টা বলেন, “আমি হাসি, তবে অতটা নয় যতটা আপনি হাসেন।”

এদিন চেয়ারম্যান ও মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য-পাল্টা টিপ্পনীতে হাসির রোল ওঠে রাজ্যসভায়। তারপর নাম না করে বিজেপি সাংসদদের কটাক্ষ করে সকলকে নির্বিঘ্নে তাঁদের বক্তব্য দেওয়া উচিত বলে জানান খাড়্গে।