Mahua Moitra Bag Vira Video : ‘২০১৯ সাল থেকেই আমি ঝোলেওয়ালা ফকির’, লক্ষাধিক টাকার ব্যাগ লুকোনোর পিছনে সাফাই মহুয়ার

Mahua Moitra Bag Vira Video : তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় প্রায় লক্ষাধিক টাকার ব্যাগ বেঞ্চের নীচে নামিয়ে রাখছেন মহুয়া মৈত্র।

Mahua Moitra Bag Vira Video : '২০১৯ সাল থেকেই আমি ঝোলেওয়ালা ফকির', লক্ষাধিক টাকার ব্যাগ লুকোনোর পিছনে সাফাই মহুয়ার
ছবি সৌজন্যে : লোকসভা টিভি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2022 | 8:07 PM

নয়া দিল্লি : সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। লোকসভার অধিবেশনের ভিডিয়ো সেটি। গতকাল মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় বক্তব্য রাখছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তৃতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায়,মহুয়া মৈত্র তাঁর ব্যাগটি বেঞ্চের নীচে নামিয়ে রাখছেন। সেই ভিডিয়ো ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্য়মে। হয় বিস্তর সমালোচনাও। এবার সেই বিতর্কের জবাব দিলেন মহুয়া মৈত্র নিজেই। তিনি এদিন টুইট করে জানান, ২০১৯ থেকেই তিনি সংসদে ঝোলেওয়ালা ফকির। এর পাশাপাশি সেই ব্যাগ হাতে বিভিন্ন সময়ের ছবিও পোস্ট করেন তিনি।

সোমবার লোকসভা অধিবেশনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ভাষণ দিচ্ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণের সময় তিনি গতকাল কাঁচা বেগুনে কামড়ও বসান। তাঁর এই বক্তৃতার সময় ঠিক তাঁর পাশেই বসেছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আর কাকলি ঘোষ দস্তিদারের ভাষণের একটি নির্দিষ্ট অংশ টুইটারে ঘুরে বেড়াতে দেখা যায়। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, ভারতের মূল্য়বৃদ্ধির প্রসঙ্গ তুলতেই পাশে রাখা একটি হ্যান্ডব্য়াগ বেঞ্চের তলায় ঢুকিয়ে দিচ্ছেন মহুয়া মৈত্র। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ে ভাষণের মধ্যেই কেন মহুয়া ব্য়াগ সরিয়ে নিয়েছেন। নেটিজ়েনদের একাংশ সেই নিয়ে কাটাছেঁড়াও শুরু করে দিয়েছে। নেটিজ়েনদের দাবি, Louis Vuitton-র সেই ব্যাগের মূল্য প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি। এক টুইটার ব্যবহারকারী ভিডিয়ো থেকে ব্যাগ সরানোর স্ক্রিনশট পরপর পোস্ট করে লিখেছেন, ‘মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কের সময় ২ লক্ষ টাকার Louis Vuitton-র ব্যাগ লুকিয়ে রাখছেন মহুয়া মৈত্র।’ আরেকজন লেখেন, ‘যেই মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উঠেছে, কেউ একজন তাড়াতাড়ি Louis Vuitton-র ব্যাগ বেঞ্চের নীচে ঢুকিয়ে দিলেন।’

এদিকে এই নিয়ে বিস্তর জলঘোলার পর টুইটারে  এ প্রসঙ্গে প্রথম মন্তব্য করলেন মহুয়া মৈত্র। টুইটারে নিজের কিছু ছবিও পোস্ট করেন তিনি। সেই প্রত্যেকটি ছবিতেই তাঁকে বিভিন্ন সময়ে Louis Vuitton-র ব্যাগ হাতে দেখা গিয়েছে। সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘২০১৯ থেকেই তিনি সংসদে ঝোলেওয়ালা ফকির। ঝোলা নিয়ে এসেছি…ঝোলা নিয়ে চলে যাব…।’