Dare 2 Dream: ছোট ব্যবসায়ীদের কুর্নিশ, ‘Dare 2 Dream’ অনুষ্ঠানে পুরস্কৃত করবে টিভি৯ নেটওয়ার্ক
Dare2Dream Awards: এই নতুন উদ্যোগে মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরকেই প্রাধন্য দেওয়া হবে বলেই জানিয়েছে দুই সংস্থা। আগামী ৩০ তারিখ দুপুর ১ টায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি দফতরের সচিব বি বি সোয়েন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নয়া দিল্লি: নিরাপদ জীবনযাপন ছেড়ে দিয়ে আকাশ ছোঁয়ার হাতাছানি, সঙ্গী ‘নিজেই হব নিজের বস’ এই মানসিকতা। এই চিন্তাধারাকেই অনেকেই সকলের অজ্ঞাতে লালন পালন করেন। তারপর একদিন অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকি নিয়ে নিরাপদ চাকরি, ভাল বেতন ছেড়ে নিজের ছোট ব্যবসাকে তিলে তিলে গড়ে তোলেন, এমন ব্যবসায়ীর উদাহরণ রয়েছে ভুরি ভুরি। তাদের জীবন কাহিনী নির্দ্বিধায় হার মানাতে পারে সিনেমার প্লটকেও। তাদেরকেই কুর্নিশ জানাতে টিভি৯ নেটওয়ার্কের অভিনব ভাবনা। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে নয়া উদ্যোগ টিভি ৯ নেটওয়ার্ক ও স্যাপ ইন্ডিয়ার। ভারতীয় ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে ও দেশীয় ব্যবস্থাকে আরও ব্যাপক পরিমাণে সম্বৃদ্ধ করতে, আগামী ৩০ নভেম্বর যৌথভাবে ‘Dare 2 Dream’ পুরস্কার প্রদান করবে টিভি ৯ নেটওয়ার্ক ও স্যাপ ইন্ডিয়া।
এই নতুন উদ্যোগে মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরকেই প্রাধন্য দেওয়া হবে বলেই জানিয়েছে দুই সংস্থা। আগামী ৩০ তারিখ দুপুর ১ টায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি দফতরের সচিব বি বি সোয়েন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ব্যবসায়ীদের উৎসাহিত করতে এবং আগামী দিনে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি দিকনির্দেশিকা দেবেন বলেই জানা গিয়েছে।
Watch Shri B.B. Swain, Secretary(MSME) deliver keynote address at India's biggest Entrepreneurial Awards @TV9Bharatvarsh on 30.11.2021 at 01.00 PM pic.twitter.com/cGNCCGDfHn
— Ministry of MSME (@minmsme) November 27, 2021
ছোট, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পুরস্কার দিয়ে সম্মানিত হব আমরা
কর্মসংস্থান ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে ভারতে ছোট, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গুরুত্ব অপরিসীম। দেশীয় শিল্প নতুন ভারত গঠনে কীভাবে সাহায্য করে সেই অবদান সকলের সামনে তুলে ধরতেই টিভি ৯ নেটওয়ার্ক ও স্যাপ ইন্ডিয়ার এই উদ্যোগ।
পুরস্কারে বিভাগ (দুটি বিভাগে দেওয়া হবে পুরস্কার)
১. ব্যবসার বার্ষিক টার্নওভার বছরে ৭৫ থেকে ১৫০ কোটি টাকা ২. ব্যবসার বার্ষিক টার্নওভার বছরে ১৫০ কোটি টাকার বেশি
পুরস্কারে শ্রেণি
১. সেরা সংস্থা ২. বছরের উদীয়মান সংস্থা ৩. প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক রূপান্তর
সেরা ব্যবসায়ী
১. সেরা ব্যবসায়ী ২. সেরা নারী ব্যবসায়ী ৩. সেরা তরুণ ব্যবসায়ী
@minmsme | ডেয়ার টু ড্রিম পুরস্কার, ২০২১। শিল্পোদ্যোগীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। TV9 নেটওয়ার্কের পুরস্কারের বিষয়ে টুইট কেন্দ্রীয় MSME মন্ত্রকের
সব খবর সবার আগে: https://t.co/WHPSwzYdl8#MSME | @TV9Bharatvarsh | #DareToDreamAwards pic.twitter.com/m6uhtCZipr
— TV9 Bangla (@Tv9_Bangla) November 27, 2021