“ক্লিকের পাশাপাশি লক্ষ্য থাকবে ইটেও!” দেশকে উন্নত করতে তিন দাওয়াই আম্বানির

TV9 বাংলা ডিজিটাল: দেশকে উন্নত করতে বিপুল উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা বললেন রিলায়্যান্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ছোট ও মাঝারি শিল্পকে আরও মজবুত করার কথাও বললেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra MOdi)। আত্মনির্ভরতা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত পরিষেবার কথা তিনি বলেছেন বারাবার। ভারতকে ডিজিটাল […]

ক্লিকের পাশাপাশি লক্ষ্য থাকবে ইটেও! দেশকে উন্নত করতে তিন দাওয়াই আম্বানির
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Oct 28, 2020 | 12:59 PM

TV9 বাংলা ডিজিটাল: দেশকে উন্নত করতে বিপুল উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা বললেন রিলায়্যান্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ছোট ও মাঝারি শিল্পকে আরও মজবুত করার কথাও বললেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।

ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra MOdi)। আত্মনির্ভরতা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত পরিষেবার কথা তিনি বলেছেন বারাবার। ভারতকে ডিজিটাল সোসাইটিতে পরিণত করার স্বপ্ন মুকেশ আম্বানিরও। তবে অত্যাধুনিক প্রযুক্তি ছাড়াও উৎপাদন ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বারবার অনুভব করালেন তিনি।

এনকে সিংয়ের বই প্রকাশের ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির দাওয়াই দিলেন মুকেশ আম্বানি। সেখানে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ক্লিকের পাশাপাশি ইটেও একই রকম থাকতে হবে।” তবে রিলায়্যান্স গ্রুপের (Reliance Industries Ltd) কর্ণধার এখন মূলত তিনটি বিষয়ে কাজ করতে চান। প্রথম, দেশকে পুরোপুরি ডিজিটাল সমাজে (Digital Society) পরিণত করা। দ্বিতীয়, দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। তৃতীয়, শক্তির রূপান্তরে কাজ করে দেশের জ্বালানী নির্ভরতা পুরোপুরি কাটাতে চান দেশের অন্যতম সফল শিল্পপতি।

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আম্বানি বলেন, “শিক্ষাক্ষেত্রে বদল আনার সময় এসেছে। এই পরিবর্তন বাস্তবায়িত করতে আমাদের ৮-১০ বছর সময় লাগবে।” শক্তির রূপান্তর নিয়ে তিনি বলেন, “আমরা শক্তির রূপান্তর নিয়ে কাজ করছি। দেশও সেই পথেই এগোচ্ছে। কয়েক দশকের মধ্যেই জীবাশ্ম জ্বালানী থেকে সম্পূর্ণ পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে ঝুঁকে যাব আমরা।”

রিলায়্যান্সের সফলতার উদাহরণ দিয়ে মুকেশ আম্বানি বলেন, “আমার বাবা বারবার বলতেন আমরা কেবল একটি টেক্সটাইল সংস্থা হতে চাই না। পরবর্তী প্রজন্মের জন্য তৈরি ভবিষ্যতের ব্যবসায় বিনিয়োগ করা উচিত। আমরা ঠিক সেটাই করতে পেরেছি।”