Manipur Terrorist Attack: মণিপুরে জঘন্য জঙ্গি হানার কড়া ভাষায় নিন্দা মোদীর, বিচার চাইছেন মমতা

Manipur: শহিদ সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা দেশ যে এই হামলার বিচারের অপেক্ষায় রয়েছে, সেই কথাও তিনি টুইটারে লিখেছেন।

Manipur Terrorist Attack: মণিপুরে জঘন্য জঙ্গি হানার কড়া ভাষায় নিন্দা মোদীর, বিচার চাইছেন মমতা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 10:52 PM

ইম্ফল: মণিপুর মায়ানমার সীমান্তে এক নারকীয় হামলা চালিয়েছে জঙ্গিরা। বিগত কয়েক দশকের ইতিহাসে মণিপুরে সবথেকে বড় জঙ্গি নাশকতা এটিই। হামলায় শহিদ হয়েছেন সেনার এক কর্নেল এবং তিন জওয়ান। রেহাই পাননি কর্নেলের পরিবারও। ওই সেনা আধিকারিকের স্ত্রী এবং ছেলেও আজ জঙ্গি হানায় প্রাণ হারিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে আজ নরেন্দ্র মোদী লিখেছেন, “মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সেই সব জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই যাঁরা আজ শহিদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগ কখনও ভোলার নয়। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।”

এমন নারকীয় হামলা সাম্প্রতিক অতীতে দেখেনি মণিপুর। মণিপুরের জঙ্গি হানার দায় স্বীকার করে নিয়েছে মণিপুর নাগা পিপলস ফ্রন্ট। নিজস্ব প্রেস বিবৃতিতে নিজেদের ভাষায় মণিপুরের ওই জঙ্গি সংগঠন জানিয়েছে, মায়ানমার সীমান্ত অসম রাইফেলস তাদের বেশ কয়েকজন সংগঠনের সদস্যকে ধরপাকড় করেছে। তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বারবার দাবি করেছিল। এমনকী, কোনওরকম অভিযান সীমান্ত এলাকায় চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু ওই কমান্ডার তা শুনতে চাননি। যে কারণে তারা এই হামলা চালিয়েছে।

এমনকী প্রেস বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, এই ঘটনায় শিক্ষা না নিলে অসম রাইফেলস এর উপরে বারবার হানা হবে। ইম্ফল থেকে ১০০ কিলোমিটার ভিতরে একটি প্রত্যন্ত গ্রামের কাছে হামলা হয়েছে বলে খবর। জঙ্গলে ঘেরা ওই জায়গাটি মায়ানমার সীমানার কাছেই অবস্থিত হওয়ায় হামলাকারীরা সহজেই সীমান্ত পার করে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মমতা তাঁর টুইটারে লিখেছেন, “মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গিরা যে জঘন্য হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানাই। এটা ভেবে খুব খারাপ লাগছে যে ওই হামলায় আমরা কর্নেল এবং তার পরিবারের সদস্য সহ পাঁচজন সাহসী জওয়ানকে হারিয়েছি।” শহিদ সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা দেশ যে এই হামলার বিচারের অপেক্ষায় রয়েছে, সেই কথাও তিনি টুইটারে লিখেছেন।

সেনাবাহিনীর উপর এর আগেও হামলা হলেও সেনাবাহিনীর পরিবারের উপর হামলার ঘটনা অত্যন্ত বিরল। স্থানীয় জঙ্গি গোষ্ঠী অধ্যুষিত ওই প্রত্যন্ত জায়গায় কর্নেল তাঁর পরিবারকে নিয়ে কেন গিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন : Terrorist Attack: সীমানার কাছে পৌঁছতেই কনভয়ে হামলা, মণিপুরে জঙ্গিহানায় মৃত সেনাবাহিনীর শীর্ষর্কতা সহ ৭