Narendra Modi: বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী মুখ কে, জানিয়ে দিলেন অমিত শাহ
BJP PM Candidate: এই প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং বলেন, "২০২৪ লোকসভা এবং ২০২৫ বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ একসঙ্গে লড়াই করবে।
নয়া দিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলেছেন, রবিরার তা জানিয়ে দিলেন বিজেপির শীর্ষনেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিহারের পটনাতে দু’দিন ব্যাপী বিজেপির যৌথ জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষদিন রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “২০২৪ সালের নির্বাচনে বিজেপি-জেডিইউ একসঙ্গে লড়াই করবে এবং নরেন্দ্র মোদী (Narendra Modi) বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবে।” নির্বাচনের প্রায় ২ বছর আগে অমিত শাহের এই ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী কে সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছিল সম্ভবত বর্তমান প্রধানমন্ত্রী রাজনীতি থেকে অবসর নিয়ে নতুন মুখ সামনে এগিয়ে দিতে পারেন। কিন্তু রবিবার যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়ে মোদীকেই দলের আগামী প্রধানমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পটনাকে অনুষ্ঠিত বিজেপির ইউনাইটেড ফ্রন্ট ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষ দিনে বক্তব্য পেশ করতে গিয়ে অমিত শাহ আরও একবার মোদীর কথা তুলে ধরেন। বেশ কয়েকদিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-র সঙ্গে জোটসঙ্গী বিজেপির সম্পর্কে অবনতি নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। মনে করা হচ্ছিল নীতীশ-বিজেপি বিচ্ছেদ সময়ের অপেক্ষা। কিন্তু আগামী লোকসভা নির্বাচন একসঙ্গে একসঙ্গে লড়ার কথা ঘোষণা করে সেই জল্পনাতেও জল ঢাললেন শাহ।
এই প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং বলেন, “২০২৪ লোকসভা এবং ২০২৫ বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ একসঙ্গে লড়াই করবে। এই বিষয়ে কোনও সংশয় নেই। আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২৪ লোকসভা নির্বাচনে লড়াই করব আমরা। বিহারে নির্বাচনও একইভাবে লড়াই করা হবে।” বৈঠক চলাকালীন কাশ্মীরের এক মহিলার তৈরি করা জাতীয় পতাকা সকলকে বিতরণ করা হয়েছিল। কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সাধারণ কাশ্মীরিদের প্রতি এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “দেশের প্রতি কোণে জাতীয় পতাকা তোলা হবে। স্বাধীনতার পর থেকে মোদী সরকারে সবথেকে বেশি সংখ্যা দলিত, গ্রামবাসী ও আদিবাসীদের মন্ত্রী করা হয়েছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশপ্রেমের প্রচার করারও প্রয়োজনীয়তা রয়েছে এবং বিজেপি কর্মীরা নিশ্চিত করবে ১৩-১৪ অগস্ট গোটা দেশের সব জায়গায় যেন জাতী.