Criminal Code Bills: অধিকাংশ বিরোধী সাংসদদের অনুপস্থিতিতে লোকসভায় পাশ ফৌজদারি আইনের তিন বিল

লোকসভায় পাশ হওয়া এই তিনটি বিল হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা। ইন্ডিয়ান পেনাল কোড (আইপিসি)-কে পরিবর্ত হিসাবে এসেছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অব ক্রিমিনাল প্রসিডিওরের পরিবর্ত হিসাবে এসেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্টের পরিবর্ত হিসাবে পাশ হল ভারতীয় সাক্ষ্য সংহিতা।

Criminal Code Bills: অধিকাংশ বিরোধী সাংসদদের অনুপস্থিতিতে লোকসভায় পাশ ফৌজদারি আইনের তিন বিল
নতুন তিন বিল নিয়ে লোকসভায় বক্তব্য রাখছেন অমিত শাহImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 6:29 PM

নয়াদিল্লি: শতাধিক বিরোধী সাংসদের অনুপস্থিতিতে লোকসভায় পাশ হল ফৌজদারি আইন সংক্রান্ত তিনটি বিল। ভারতের দণ্ডবিধি সংক্রান্ত ব্রিটিশ আমলের আইনের অবলুপ্তির লক্ষ্যেই এই নতুন তিন বিল এনেছে কেন্দ্র। আগেই এই বিলগুলির কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে। এর পর সেই সব বিলের কিছু পরিমার্জন করা হয়ে। সেই পরিমার্জিত বিলগুলিই বুধবার পাশ হল সংসদে।

লোকসভায় পাশ হওয়া এই তিনটি বিল হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা। ইন্ডিয়ান পেনাল কোড (আইপিসি)-কে পরিবর্ত হিসাবে এসেছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অব ক্রিমিনাল প্রসিডিওরের পরিবর্ত হিসাবে এসেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্টের পরিবর্ত হিসাবে পাশ হল ভারতীয় সাক্ষ্য সংহিতা।

দেশের আইন সংক্রান্ত নতুন তিন বিল নিয়ে বুধবার লোকসভায় দীর্ঘ বক্তৃতা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল আনার প্রয়োজনীয়তার কথাও এ দিন তুলে ধরেছেন তিনি। শাহের বক্তৃতার পর ধ্বনি ভোটে পাশ হয়েছে এই তিন বিল। যদিও শীতকালীন অধিবেশনের যে সময় এই তিন গুরুত্বপূর্ণ বিল পাশ হল, সে সময় সংসদের দুই কক্ষ মিলিয়ে অন্তত ১৪৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। অতীতে এই নতুন বিল নিয়ে বেশ কিছু বদলের দাবি জানিয়েছিলেন অধীর চৌধুরী, কপিল সিবালের মতো সাংসদরা। এই বিলের বেশ কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন এবং নাগরিকদের যথাযথ সুরক্ষিত করার উপায় নেই বলে অভিযোগ ছিল তাঁদের।

এ নিয়ে অমিত শাহ জানিয়েছেন, উপনিবেশ আমলের এই বিল দিনে দিনে বেমানান হয়ে পড়েছে। তাই তা বদল আবশ্যক ছিল। ভারতের আইনে ভারতীয় বিষয় আনবে এই তিন বিল।