ISIS Terrorist Arrested: জঙ্গি দমনে বিরাট সাফল্য, রাজধানী থেকে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ আইসিস জঙ্গি
Delhi Police: জানা গিয়েছে, সোমবার সকালেই দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করে শাহনাওয়াজ ওরফে শফি উজামাকে। গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানা গিয়েছে।
নয়া দিল্লি: জঙ্গি দমনে বিশাল সাফল্য়। রাজধানীর বুক থেকে গ্রেফতার করা হল সন্দেহভাজন আইসিস জঙ্গি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জাতীয় তদন্তকারী সংস্থার ওয়ান্টেড লিস্টে নাম ছিল ওই জঙ্গির। এ দিন সকালে দিল্লি থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালেই দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করে শাহনাওয়াজ ওরফে শফি উজামাকে। এই জঙ্গির খোঁজে দীর্ঘদিন ধরেই এনআইএ-র কাজ করছিল দিল্লি পুলিশ। এ দিন দিল্লি গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানা গিয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, শাহনাওয়াজ নামক ওই জঙ্গি পেশায় ইঞ্জিনিয়ার। পরে বিশ্বের অন্য়তম বড় ও ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত হয়। আইসিসের পুণে মডিউলের সঙ্গে যুক্ত ছিল শাহনাওয়াজ। এর আগে তাঁকে পুণে থেকে গ্রেফতারও করা হয়, কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ওই জঙ্গি। পুণে থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয় শাহনাওয়াজ। এতদিন দিল্লিতেই গোপন ডেরায় লুকিয়ে ছিল। পুণেতে গ্রেফতারির পরই এনআইএ-র তরফে শাহনাওয়াজকে ‘ওয়ান্টেড’ হিসাবে ঘোষণা করা হয়েছিল।
প্রসঙ্গত, গত মাসেই এনআইএ-র তরফে পুরস্কার ঘোষণা করা হয়। শাহনাওয়াজ ও আরও তিন জঙ্গি রিজওয়ান আব্দুল হাজি আলি, আব্দুল্লা ফইয়াজ শেখ ও তালহা লিয়াকত খানের সম্পর্কে কোনও তথ্য় জানাতে পারলে ৩ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। জানা গিয়েছে, এই চার জঙ্গিই আইসিস মডিউলের সঙ্গে যুক্ত।
গত মাসেই আইসিস কার্যকলাপ প্রচারের অভিযোগে এনআইএ একাধিক ব্য়ক্তিকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি থেকে দেশবিরোধী কার্যকলাপ ও ষড়যন্ত্রের নানা তথ্য প্রমাণ মেলে। এনআইএ-র তরফে জানানো হয়েছিল, ধৃতরা সকলেই আইসিসের স্লিপার মডিউলের সঙ্গে যুক্ত। সরকার বিরোধী প্রচার ও সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।