‘ভ্যাকসিনের দামে বিচার বিভাগীয় হস্তক্ষেপ নয়’, শীর্ষ আদালতকে সাফ জানাল কেন্দ্র
রবিবার গভীর রাতে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে, দেশের টিকাকরণ প্রক্রিয়ার কৌশল ঠিক করেন চিকিৎসক-বিশেষজ্ঞরা।
নয়া দিল্লি: একই ভ্যাকসিন (COVID Vaccine), কিন্তু রাজ্য ও কেন্দ্রের জন্য ভিন্ন দাম। এ জন্যই বারাবর বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। একই ভ্যাকসিনের কেন ভিন্ন দাম? কেন্দ্রের কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছে সুপ্রিম কোর্টও। এই অবস্থায় কেন্দ্র সুপ্রিম কোর্টকে সাফ জানিয়ে দিল এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চায় না তারা। পাশাপাশি কেন্দ্রের দাবি, হস্তক্ষেপ হলে বিপথে চালিত হতে পারে টিকাকরণ প্রক্রিয়া। যার পরিণতি ভাল নাও হতে পারে।
রবিবার গভীর রাতে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে, দেশের টিকাকরণ প্রক্রিয়ার কৌশল ঠিক করেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। সেখানে বিচার বিভাগয়ী হস্তক্ষেপের জায়গা অত্যন্ত অল্প। পাশাপাশি কেন্দ্র জানায় সরকারি হস্তক্ষেপের পর দুই ভ্যাকসিন নির্মাতা যে দাম ঠিক করেছে তা আয়ত্তের মধ্যে তো বটেই তার সঙ্গে সারা দেশে একই। সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে, কয়েকটি রাজ্য ইতিমধ্যেই ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে। পাশাপাশি পঞ্চায়েত কর্মী ও দাহ-কর্মীদেরও প্রথম সারির যোদ্ধার তকমা দিয়েছে।
উল্লেখ্য, প্রথমে রাজ্যকে ৪০০ টাকায় ও বেসরকারি হাসপাতালকে ৬০০ টাকায় ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছিল সেরাম। কিন্তু পরবর্তীকালে রাজ্যকে ৩০০ টাকায় ভ্যাকসিন দেওয়ার কথা জানায় আদর পুনাওয়ালার সংস্থা। একই পথে হেঁটে ভ্যাকসিনের দাম রাজ্যের জন্য ৬০০ থেকে ৪০০ টাকা করে ভারত বায়োটেকও। কিন্তু উভয় কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেওয়ার কথা জানায়। এরপরই ভ্যাকসিনের ভিন্ন দামের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা।