Corona Cases and Lockdown News Live: সাড়ে ৩ লাখে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা, সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক রাজ্য লকডাউন, বাড়ছে পুলিশি কড়াকড়ি

| Edited By: | Updated on: May 11, 2021 | 10:39 AM

আজ থেকে তামনিলনাড়ুতে শুরু হচ্ছে লকডাউন।

Corona Cases and Lockdown News Live: সাড়ে ৩ লাখে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা, সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক রাজ্য লকডাউন, বাড়ছে পুলিশি কড়াকড়ি
ফাইল চিত্র।

একাধিক রাজ্যে লকডাউন হতেই কিছুটা স্বস্তি পেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৫৪ জনের।  এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫-এ।  বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭।

গত ২৪ ঘণ্টায় বেড়েছে সুস্থতার হারও, একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জনয। এই নিয়ে দেশে মোট ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২ জন। মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের।

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষের গণ্ডি পার করতেই একাধিক রাজ্য লকডাউন জারি করা হয়েছিল। এ বার কড়া হাতে সেই নিয়ম মানতে বাধ্যও করছে প্রশাসন। সোমবার থেকে তামিলনা়ডুতে শুরু হচ্ছে লকডাউন। অন্যদিকে রাজস্থান, দিল্লিতেও ফোর লকডাউনের মেয়াদ জারি করা হয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 May 2021 11:36 AM (IST)

    উপত্যকায় বাড়ল করোনা কার্ফুর মেয়াদ

    করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জম্মু-কাশ্মীরেও করোনা কার্ফুর মেয়াদ বাড়ানো হল। আগামী ১৭ মে অবধি কার্ফু জারি থাকবে গোটা অঞ্চলে।

  • 10 May 2021 11:31 AM (IST)

    তামিলনাড়ুতেও শুরু লকডাউন

    তামিলনাড়ুতে আগামী দুই সপ্তাহের জন্য লকডাউন শুরু হল।

  • 10 May 2021 11:29 AM (IST)

    গোটা দেশেই লকডাউন করা উচিত: অশোক গেহলট

    রাজ্য ভিত্তিক নয়, বর্তমান করেনা পরিস্থিতিতে কেন্দ্রের উচিত গোটা দেশজুড়েই লকডাউন করা, রবিবার এমনটাই জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানান, সংক্রমণের দ্বিতীয় ঢেউ আরও বেশি ভয়ঙ্কর ও অজানা। সুতরাং এই পরিস্থিতিতে ঝুঁকি না বাড়ানোই উচিত।

    বিস্তারিত পড়ুন: ‘রাজ্যভিত্তিক নয়, গোটা দেশেই লকডাউন করা উচিত’ প্রধানমন্ত্রীকে পরামর্শ গেহলটের

  • 10 May 2021 11:22 AM (IST)

    কর্নাটকে আজ থেকে শুরু ১৪ দিনের লকডাউন

    কর্নাটকে আজ থেকে শুরু হচ্ছে ১৪ দিনের লকডাউন। রাজ্যজুড়ে চলছে কড়া পুলিশি নিরাপত্তা। নিয়ম অমান্যকারীদের কপালে জুটছে পুলিশের লাঠির বাড়ি।

  • 10 May 2021 11:11 AM (IST)

    করোনা আক্রান্ত সমাজবাদী নেতা আজম খান ও তাঁর ছেলে

    জেলে থাকাকালীনই করোনা আক্রান্ত হলেন সমাজবাদী নেতা আজম খান ও তাঁর ছেলে আবদুল্লাহ খান। কড়া পুলিশি পাহারায় দুজনকেই মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।

    বিস্তারিত পড়ুন: জেলেই করোনা আক্রান্ত সমাজবাদী নেতা আজম খান ও তাঁর ছেলে, স্থানান্তরিত করা হল হাসপাতালে

  • 10 May 2021 11:07 AM (IST)

    অক্সিজেন অভাব নিয়ে মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি বরেলির সাংসদের

    কেন্দ্রীয়মন্ত্রী তথা বরেলির সাংসদ সন্তোষ গাঙ্গওয়ার অক্সিজেন অভাব সহ একাধিক সমস্যা নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বরেলির সাংসদ জানান, জেলায় অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। ভেন্টিলেটর সহ লঅন্যান্য চিকিৎসা সামগ্রীর কালোবাজারি করা হচ্ছে। করোনা রোগীরা নিজেদের সমস্যা জানাতে স্বাস্থ্যদফতরে ফোন করলেও কেউ ফোন তোলে না।

    বিস্তারিত পড়ুন: পরোয়া নেই সম্পত্তি বাজেয়াপ্তের, অক্সিজেন অভাব নিয়ে মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি বরেলির সাংসদের

  • 10 May 2021 10:55 AM (IST)

    অক্সিজেনের উপর নির্ভরতা কমাতে নয়া ওষুধ

    ২ ডিজি নামে এই ওষুধ গ্লুকোজের একটি রূপ। এটি গোটা শরীরে আস্তে আস্তে ছড়িয়ে যায়। ভাইরাসে আক্রান্ত কোষগুলিতেও পৌঁছে যায় এটি। আর সেখানে ভাইরাসকে আর বাড়তে দেয় না। ভাইরাসের প্রোটিন এনার্জি প্রোডাকশন বন্ধ করে দেয় এই ওষুধ। ফুসফুসের আক্রান্ত কোষে গিয়েও সক্রিয় হবে এই ওষুধ, ফলে রোগীর অক্সিজেনের উপর নির্ভরতা কমবে।

    বিস্তারিত পড়ুন: লাগবে না অক্সিজেন? কোন ম্যাজিক ডিআরডিও-র তৈরি করোনার নতুন ওষুধে?

  • 10 May 2021 10:53 AM (IST)

    ও়ডিশায় একদিনেই আক্রান্ত ১০ হাজার ৩১ জন

    বাংলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশীতেও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩১ জন। এই নিয়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪ হাজার ৭৬০-এ। ইতিমধ্যেই পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরও।

  • 10 May 2021 10:34 AM (IST)

    লকডাউনে বন্ধ দিল্লি মেট্রো

    তৃতীয় দফার সাপ্তাহিক লকডাউনে এ বার বন্ধ থাকছে দিল্লি মেট্রোও। আগামী ১৭ মে ভোর পাঁচটা অবধি লকডাউন জারি থাকবে। সেইসময় অবধি মেট্রো পরিষেবাও বন্ধ থাকবে।

  • 10 May 2021 10:21 AM (IST)

    ১৭ কোটির গণ্ডি পার করল দেশের টিকাকরণ

    Mumbai stops Vaccination for 3 days

    মুম্বইয়ে টিকাকেন্দ্রের বাইরে লম্বা লাইন। ছবি:PTI

    সংক্রমণ রুখতে টিকাকরণের উপরই জোর দিচ্ছে কেন্দ্র। এখনও অবধি দেশে মোট ১৭ কোটি ১ লক্ষ ৭৬ হাজার ৬-৩ জন করোনা টিকা পেয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র।

Published On - May 10,2021 11:36 AM

Follow Us: