৪ মাস পর মৃত্যুহীন রাজধানী! গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ খোয়াননি একজনও
Corona In Delhi: সরকারি বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রজধানী দিল্লিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮০ জন। শনিবার ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন।
দেশ: করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) ভয়াবহ রূপ দেখেছে রাজধানী দিল্লি (Delhi)। মৃত্যু মিছিল আর দৈনিক সংক্রমণে নাজেহাল ছিল আপ সরকার। অবশেষে চার মাস পর মৃত্য়ুহীন রাজধানী! গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিড জনিত কারণে একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি।
রবিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হেলথ বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিডে (COVID-19) কারও মৃত্যু হয়নি। রাজধানীতে এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন। করোনা পজিটিভিটির হার ০.৯৭ শতাংশ।
সরকারি বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রজধানী দিল্লিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮০ জন। শনিবার ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। পজিটিভির হার ছিল ০.০৮ শতাংশ। অবশেষে সামান্য হলেও রাজধানীতে কোভিড পরিস্থিতির উন্নতি ঘটেছে। উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৬টি এবং মৃত্যু হয়েছিল একজনের। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৭২ জন।
সেদিনও কোভিডে প্রাণ হারিয়েছিলেন একজন। পজিটিভিটি হার ছিল ০.১০ শতাংশ। অর্থাৎ, আস্তে আস্তে করোনা চিত্রের উন্নতি দেখা যাচ্ছে দিল্লিতে। এর মধ্যে এদিনের একটিও মৃত্যু নেই, এটাই যেন রাজধানীর কাছে বড় খবর, স্বস্তিদায়কও বটে।
এদিকে দেশে করোনার গ্রাফ থেমে নেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫১৮ জনের। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪ লক্ষ ২২ হাজার ৬৬০ জন। ভয় ধরাচ্ছে মহারাষ্ট্র ও কেরল। আরও পড়ুন: কেন্দ্র সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর রিপোর্ট! সাংবাদিকদের ফোনে আড়ি পাতার অভিযোগ, নাম রয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রীরও