Grenade Attack : শ্রীনগরে রবিবাসরীয় বাজারে গ্রেনেড হামলা, মৃত এক
Grenade Attack : শ্রীনগরে গ্রেনেড হামলায় হামলায় মৃত এক বৃদ্ধের। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
শ্রীনগর : শ্রীনগরে গ্রেনেড হামলায় হামলায় মৃত এক বৃদ্ধের। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, রবিবার শ্রীনগরের একটি বাজারে সন্ত্রাসবাদীরা গ্রেনেড হামলা চালায়। এক পুলিশ আধিকারিক বলছেন,”৪.২০ এর দিকে সন্ত্রাসবাদীরা হরি সিং হাই স্ট্রিটে মোতায়েন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একটি গ্রেনেড নিক্ষেপ করে।” সপ্তাহের শেষ দিন রবিবার। তাই স্বভাবতই রবিবারের বাজারে খুব ভিড় ছিল। সেইসময় সন্ত্রাসবাদীরা বাজারে হামলা চালায়। এই হামলায় মৃত্যু হয় এক বৃদ্ধের। তিনি শ্রীনগরেরই বাসিন্দা। ৭১ বছর বয়সী মোহম্মদ আসলাম মাখদুমি ঘটনাস্থলেই মারা যান। আহতদের সঙ্গে সঙ্গে শ্রী মহারাজা হরি সিং (SMHS) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
সিনিয়র পুলিশ আধিকারিক রাকেশ ভাওয়াল বলেছেন, “সন্ত্রাসবাদীরা যখন গ্রেনেড নিক্ষেপ করে তখন অনেক ভিড় ছিল। একজন ৭১ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন এবং একজন যুবতীর অবস্থা আশঙ্কাজনক।” আহতদের মধ্যে একজন পুলিশকর্মীও রয়েছেন। ঊর্ধ্বতন আধিকারিকসহ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছোন। তাঁরা এলাকাটি ঘিরে রেখেছেন। সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। প্রাক্তন জম্মু ও কাশ্মীরের মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনা নিয়ে টুইট করেছেন। তিনি টুইটে বলেছেন,”এই জঘন্য হামলার নিন্দা জানাই। জম্মু ও কাশ্মীরের জনগণ তাঁদের জীবন দিয়ে মূল্য পরিশোধ করছে এবং দুঃখজনকভাবে ভারত বা পাকিস্তান কেউই সংঘর্ষের অবসান ঘটাতে এবং এই রক্তপাত বন্ধ করতে কিছু করছে না। আমার প্রার্থনা শোকাহত পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে রয়েছে।”
মেহবুবা মুফতির পাশাপাশি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও টুইট করেছেন। তিনি টুইটবার্তায় জানিয়েছেন, “আমি এই শোচনীয় হামলার নিন্দা জানাই। মৃত ব্যক্তি স্বর্গে স্থান পাক এবং আহতদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করি।” পিপলস কনফারেন্স, জম্মু ও কাশ্মীর আপনি পার্টি এবং বিজেপিও এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছে।
আরও পড়ুন : E-Bus Flagged Off By Narendra Modi : লক্ষ্য সবুজ পৃথিবী, ১৫০ টি ই-বাসের উদ্বোধন করলেন নমো