One Nation One Poll: কেমন হবে ‘এক দেশ এক ভোটে’র রোডম্যাপ? স্থির করতে আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠাল কেন্দ্র

Kiren Rijiju in Rajya Sabha: শনিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে রাজ্যসভায় জানানো হয়েছে, এক দেশ এক ভোটের প্রস্তাবটি আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন যাতে একসঙ্গে করা যায়, তার একটি বাস্তবসম্মত রোড ম্যাপ ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে।

One Nation One Poll: কেমন হবে 'এক দেশ এক ভোটে'র রোডম্যাপ? স্থির করতে আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠাল কেন্দ্র
এবার কি তবে এক দেশ এক নির্বাচন? (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 9:24 PM

নয়া দিল্লি : এক দেশ এক ভোটের (One Nation One Poll) পথে আরও কিছুটা এগোল ভারত। শনিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে রাজ্যসভায় (Rajya Sabha) জানানো হয়েছে, এক দেশ এক ভোটের প্রস্তাবটি আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন যাতে একসঙ্গে করা যায়, তার একটি বাস্তবসম্মত রোড ম্যাপ ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে। রাজ্যসভায় সাংসদ সুশীল কুমার গুপ্তার একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু শনিবার এক দেশ এক নির্বাচন সম্পর্কিত এই তথ্য দিয়েছিলেন।

সাংসদ সুশীল কুমার গুপ্তা মূলত চারটি প্রশ্ন করেছিলেন রাজ্যসভায়: (ক) এক দেশ এক নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার বিষয়ে সরকারের কোনও চিন্তাভাবনা আছে কি না; (খ) যদি তাই হয়, এই বিষয়ে সরকারের মতামত কী; (গ) যদি না হয়, তার কারণ কী; এবং (ঘ) অন্যান্য দেশে প্রচলিত এই ধরনের নির্বাচনী প্রক্রিয়ার সমীক্ষা করার কোনও পরিকল্পনা রয়েছে কি না সরকারের?

সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে বলা হয়েছে, “সংসদীয় স্থায়ী কমিটি ভারতের নির্বাচন কমিশন সহ বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে আলোচনা করে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির একযোগে নির্বাচনের বিষয়টি খতিয়ে দেখছে৷ কমিটি থেকে কিছু সুপারিশ করা হয়েছে৷ বিষয়টি নিয়ে একটি বাস্তবসম্মত রোড ম্যাপ ও যথাযথ পরিকাঠামো তৈরি করা প্রয়োজন, যাতে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির একসঙ্গে ভোট করানো যায়। সেই জন্য এটি বর্তমানে আরও খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র গত মাসে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দিয়ে একযোগে নির্বাচন করতে প্রস্তুত। এক দেশ এক নির্বাচন।” তিনি এক দেশ এক নির্বাচনের ধারণাকে সমর্থনও করেছেন। এর আগে ২০১৮ সালে, ভারতের আইন কমিশন লোকসভা এবং রাজ্য বিধানসভার একযোগে নির্বাচন আয়োজনের জন্য তার খসড়া প্রতিবেদন পেশ করেছিল। কমিশনের প্রতিবেদনের পর্যবেক্ষণ, “বৃহত্তর জাতীয় স্বার্থে ভারতের একযোগে নির্বাচনের দিকে ফিরে আসার সময় এসেছে।”

আরও পড়ুন : Mamata-Pawar: পাওয়ারের বাসভবনে ‘হামলা’র তীব্র নিন্দা মমতার, দোষীদের কড়া শাস্তির দাবি

আরও পড়ুন : Anubrata Mandal Heath Update: মাঝে মাঝেই অক্সিজেন লাগছে, উডবার্নে কেমন আছেন অনুব্রত?