অ্যাস্ট্রাজ়েনেকার এক ডোজ়েই করোনায় মৃত্য ঝুঁকি কমছে ৮০ শতাংশ, দাবি গবেষণায়

গবেষণায় দেখা যাচ্ছে অ্যাস্ট্রাজ়েনেকার প্রথম ডোজ় নেওয়ার পরই করোনায় মৃত্যু ঝুঁকি কমে যাচ্ছে ৮০ শতাংশ।

অ্যাস্ট্রাজ়েনেকার এক ডোজ়েই করোনায় মৃত্য ঝুঁকি কমছে ৮০ শতাংশ, দাবি গবেষণায়
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 11, 2021 | 1:19 PM

লন্ডন: করোনা (COVID) মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। চারদিকে স্রেফ স্বজন হারানোর কান্না। তবে শুধু খারাপ খবর নয়। গবেষকদের অক্লান্ত পরিশ্রমে আজ বিশ্বে একাধিক অনুমোদিত ভ্যাকসিন। করোনা রোখার প্রধান অস্ত্র হয়ে উঠেছে টিকা। গবেষণায় দেখা যাচ্ছে অ্যাস্ট্রাজ়েনেকার প্রথম ডোজ় নেওয়ার পরই করোনায় মৃত্যু ঝুঁকি কমে যাচ্ছে ৮০ শতাংশ। এমনটাই জানিয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ।

একই ফল এসেছে ফাইজ়ারের ক্ষেত্রেও। সেই টিকারও প্রথম ডোজ় নেওয়ার পর ৮০ শতাংশ কমছে মৃত্যুর সম্ভাবনা। দ্বিতীয় ডোজ়ের পর মৃত্যুর সম্ভাবনা কমে যাচ্ছে ৯৭ শতাংশ। বিবৃতি দিয়ে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সব নিয়ম মেনে চললে ভ্যাকসিন ৮০ শতাংশে মৃত্যুর সম্ভাবনা লঘু করতে সক্ষম। অ্যাস্ট্রাজ়েনেকার প্রযুক্তিতেই ভারতে কোভিশিল্ড তৈরি করেছে সেরাম। তাই ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের এই গবেষণায় খুশি ভারত।

যদিও ভারতে দু’টি ভ্যাকসিন দিয়েই টিকাকরণ চলছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরামের কোভিশিল্ডের মাধ্যমে ইতিমধ্যে টিকা পেয়ে গিয়েছেন দেশের ১৭ কোটিরও বেশি মানুষ। এ ছাড়াও ভারতে অনুমোদন পেয়েছে স্পুটনিক ভি ও এক ডোজ়ের স্পুটনকি লাইট। রাশিয়ার দুই টিকা দিয়ে আপাতত টিকাকরণ শুরু হয়নি দেশে। ভারতে টিকার অনুমোদন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে ফাইজ়ারও।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় আইভারমেক্টিন প্রয়োগে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার