Rahul Gandhi In Chintan Shivir : ‘হাত’ই পারে ‘পদ্ম’কে উপড়ে ফেলতে, চিন্তন শিবির থেকে নাম না করে মমতা, কেজরিকে বার্তা রাহুলের?

Rahul Gandhi In Chintan Shivir : 'কংগ্রেসের বিচারধারাই একমাত্র বিজেপিকে হঠাতে পারে।' চিন্তন শিবিরের শেষ দিনে রাহুল গান্ধী জানিয়েছেন, কোনও আঞ্চলিক দল বিজেপিকে সরাতে পারবে না।

Rahul Gandhi In Chintan Shivir : 'হাত'ই পারে 'পদ্ম'কে উপড়ে ফেলতে, চিন্তন শিবির থেকে নাম না করে মমতা, কেজরিকে বার্তা রাহুলের?
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2022 | 10:49 PM

জয়পুর : ২০২৪ -র যুদ্ধের রণডঙ্কার দূর থেকে ভেসে আসছে। এই আবহে বিধানসভা নির্বাচনের হার ভুলিয়ে কংগ্রেসের অন্দরে ঘর গোছানোর পালা শুরু হয়েছে। সেই উদ্দেশ্যে রাজস্থানের উদয়পুরে তিনদিনের চিন্তন শিবিরের আয়োজন করেছিল কংগ্রেস। এই চিন্তন শিবিরের শেষ দিনে বক্তব্য রাখেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এদিন কংগ্রেস নেতাদের জনগণের কাছে পৌঁছে যাওয়ার পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে তোপ দাগেন। এর পাশাপাশি তিনি দাবি করেন কেন্দ্র থেকে বিজেপি সরকার হঠাতে কংগ্রেসের কোনও বিকল্প নেই।

বর্তমানে কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর উদ্দেশ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি সুর চড়াচ্ছে। তালিকায় রয়েছে, তৃণমূল কংগ্রেস, তেলঙ্গানায় টিআরএস, সপা, আপ ও অন্যান্য় রাজনৈতিক দলগুলি। কিন্তু এদিন নাম না করে এই দলগুলিকে আঞ্চলিক দলের তকমা দিয়ে কংগ্রেসের মাহাত্ম্য তুলে ধরলেন রাহুল গান্ধী। তিনি এদিন বলেছেন, “কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে একমাত্র কংগ্রেসই পারে।” এই বিবৃতির পিছনে অন্যতম কারণ হিসেবে তিনি বলেছেন, কংগ্রেসের একটি নির্দিষ্ট বিচারধারা রয়েছে। আঞ্চলিক দলগুলির সেরকম কোনও বিচারধারা নেই বলেই তাঁর দাবি। তাঁর কথায়,আরএসএস ও বিজেপি একটি বিচারধারা বা চিন্তাধারা। লড়াইটা কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। একটি বিচারধারার বিরুদ্ধে আরেকটি বিচারধারার লড়াই। তাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি নির্দিষ্ট বিচারধারার প্রয়োজন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলগুলি নয় কোনো ধর্ম, কোনও জাত বা সমাজের নির্দিষ্ট কোনও শ্রেণিকে তুলে ধরে। অর্থাৎ একটি ছোটো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থেকে গিয়েছে এই দলগুলি। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে কোনও সীমানা নেই। তিনি জানিয়েছেন, কংগ্রেস সকল ধর্মের, সকল জাতির। কংগ্রেসের একটি সামগ্রিক গ্রহণযোগ্যতা রয়েছে বলেই দাবি তাঁর। তাই বিজেপিকে হঠাতে কংগ্রেসই এক এবং অদ্বিতীয় বলে ধারণা রাহুলের।

এদিন রাহুল গান্ধী বোঝাতে চেয়েছেন কংগ্রেসের বিচারধারায় হেঁটেই কেন্দ্র থেকে বিজেপিকে হটানো সম্ভব। এদিন রাহুল নিজের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃতীয় ফ্রন্টকে এক ইঞ্চিও জমি ছাড়বে না কংগ্রেস। উল্লেখ্য, গত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে জোটের প্রসঙ্গ উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে জোটে সরকারে রয়েছে কংগ্রেস। যেমন মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে, তামিলনাড়ুতে ডিএমকে এর সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে। তবে ২৪ র লক্ষ্যে অখিলেশ, মমতাকে পাশে নিয়ে কোনও বৃহত্তর জোট হবে নাকি ‘একলা চলো রে’ স্লোগান তুলে কংগ্রেস একাই এগিয়ে যাবে তা সময় বলবে।