Opposition Meeting: NDA-এর বিরুদ্ধে লড়বে ‘INDIA’! জোর চর্চা বিরোধী জোটের নতুন নাম নিয়ে

Opposition Alliance: বৈঠক শুরুর আগে থেকেই ইউপিএ-র নাম বদলে নতুন কোনও নাম রাখা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। শেষ পর্যন্ত বিরোধীদের জোটের নাম দেওয়া হল, 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা সংক্ষেপে 'ইন্ডিয়া'।

Opposition Meeting: NDA-এর বিরুদ্ধে লড়বে 'INDIA'! জোর চর্চা বিরোধী জোটের নতুন নাম নিয়ে
বিরোধী জোটের নতুন নাম নিয়ে চর্চাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 5:22 PM

বেঙ্গালুরু: চব্বিশের রণকৌশল তৈরি করতে বিরোধী দলগুলিকে এককাট্টা করার চেষ্টা চলছে বেঙ্গালুরুতে। ২৬টি বিরোধী রাজনৈতিক দল বৈঠকে বসেছে। বৈঠক শুরুর আগে থেকেই ইউপিএ-র নাম বদলে নতুন কোনও নাম রাখা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। শেষ পর্যন্ত বিরোধীদের জোটের নাম দেওয়া হল, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। বিরোধীদের বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন জানালেন নতুন জোটের নাম জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে লড়াই করবে ‘ইন্ডিয়া’।

সূত্র মারফত জানা যাচ্ছে, বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে জোটের জন্য একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাননি জোটের নামে কোনও ‘ফ্রন্ট’ থাকুক। শেষ পর্যন্ত এই ‘ইন্ডিয়া’ নামটি নিয়েই জোরদার আলোচনা হয় বৈঠকের অন্দরে। শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে এই নামটিই স্থির করা হয়। সিলমোহর পড়ে বিরোধী জোটের নতুন নামকরণে।  ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘ইন্ডিয়া’।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশের বিরোধী দলগুলি এককাট্টা, সেই বার্তা দেওয়ার চেষ্টা জোটের নামকরণের মধ্যে। উল্লেখ্য, বিজেপির তরফে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয়তাবাদী স্লোগান তুলে ধরা হয় এবং ভোট রাজনীতিতে যথেষ্ট সাফল্যও পেয়েছে বিজেপি। সেই বিষয়টি মাথায় রেখে উল্টোদিক থেকে বিরোধীদের জোটের নামকরণে ‘ইন্ডিয়া’ রাখার চেষ্টা বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, বিরোধী বৈঠকে ইউপিএ-র বদলে নতুন নাম নিয়ে আলোচনার সময়ে চার-পাঁচটি নাম উঠে এসেছিল। তৃণমূলের তরফে সেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে জোটের নামের মধ্য ‘ফ্রন্ট’ শব্দটি না থাকে।