Opposition Meeting: ১১ রাজ্যে বিরোধীদের সরকার, লোকসভায় হারের ভয় পাচ্ছে বিজেপি: খাড়্গে
Mallikarjun Kharge: বিরোধীদের ২৬টি দল বনাম, এনডিএ জোটের ৩৮টি দল। সেই নিয়েও খোঁচা দিয়েছেন খাড়্গে। লিখেছেন, 'বিজেপি সভাপতি নাড্ডা এবং অন্যান্য নেতারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটছেন পুরনো জোটসঙ্গীদের সঙ্গে সম্পর্ক ঠিক ঠাক করতে।'
বেঙ্গালুরু: বিরোধী দলগুলির মেগা বৈঠক নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ২৬টি দল একসঙ্গে এক লক্ষ্যে কাজ করতে এগিয়ে আসা, বিরোধীদের সাফল্য বলেই মনে করছেন তিনি। টুইট করে সে কথা জানিয়েছেন তিনি। আজকের দিনে বিরোধী দলগুলি যে দেশের ১১টি রাজ্যে ক্ষমতায় রয়েছে সে কথাও টুইটে মনে করিয়ে দিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। একইসঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন। লিখেছেন, ‘৩০৩টি আসন বিজেপি একা জেতেনি। তারা জোটসঙ্গীদের ভোটকে ব্যবহার করেছে ক্ষমতায় আসতে আর তারপর তাদের অবহেলা করছে।’
উল্লেখ্য, মঙ্গলবার একদিকে যখন বিরোধীরা বৈঠকে বসেছে বেঙ্গালুরুতে, তখন এনডিএ জোট বৈঠকে বসছে দিল্লিতে। বিরোধীদের ২৬টি দল বনাম, এনডিএ জোটের ৩৮টি দল। সেই নিয়েও খোঁচা দিয়েছেন খাড়্গে। লিখেছেন, ‘বিজেপি সভাপতি নাড্ডা এবং অন্যান্য নেতারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটছেন পুরনো জোটসঙ্গীদের সঙ্গে সম্পর্ক ঠিক ঠাক করতে। বিজেপি বিরোধীদের জোট দেখে ভয় পাচ্ছে যে পরের বছর হয়ত তারা হেরে যাবে।’
বিজেপিকে কড়া সমালোচনা করে খাড়্গে লিখেছেন, ‘কেন্দ্রের ক্ষমতাসীন দল প্রতিটি প্রতিষ্ঠানকে বিরোধীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই বৈঠকে আমাদের একমাত্র লক্ষ্য হল নিজেদের আরও শক্তিশালী করা এবং গণতন্ত্রকে রক্ষা করা।’
আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবালও বলছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছর ধরে দেশ চালাচ্ছেন, কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই হোঁচট খেতে হয়েছে। এখন সময় এসেছে দেশবাসী যাতে ভারতকে তাঁর থেকে মুক্ত করে। সেই কারণে সমমনোভাবাপন্ন দলগুলি একছাতার তলায় এসেছে।’