INDIA Alliance: আসন ভাগাভাগি করে লোকসভা ভোটে লড়বে ‘ইন্ডিয়া’, সিদ্ধান্ত মুম্বইয়ের বৈঠকে

আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এক সঙ্গে ভোটে লড়বে ইন্ডিয়া জোটের দলগুলি। মুম্বইয়ের বৈঠকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যত বেশি সম্ভব আসনেই এক জোট হয়ে লড়াই করা যায় সেই চেষ্টা করা হচ্ছে।

INDIA Alliance: আসন ভাগাভাগি করে লোকসভা ভোটে লড়বে 'ইন্ডিয়া', সিদ্ধান্ত মুম্বইয়ের বৈঠকে
মুম্বইয়ের বৈঠকে বিরোধী দলের নেতারা। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 5:08 PM

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে এক জোট হয়েছে বিরোধী দলগুলি। পটনা, বেঙ্গালুরুর পর মুম্বইতে হল ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। সেই বৈঠকে কোঅর্ডিনেশন কমিটি, ক্যাম্পেন কমিটি, সোশ্যাল মিডিয়া ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু রেজোলিউশন নেওয়া হয়েছে। বিজেপি-কে হারাতে এক সঙ্গে লড়ার কথা হয়েছে মুম্বইয়ের বৈঠকে। সে জন্য যত দ্রুত সম্ভব আসন সমঝোতার চেষ্টাও চালানো হবে। খুব শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু করা হবে।

আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এক সঙ্গে ভোটে লড়বে ইন্ডিয়া জোটের দলগুলি। মুম্বইয়ের বৈঠকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যত বেশি সম্ভব আসনেই এক জোট হয়ে লড়াই করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এই লক্ষ্যে খুব শীঘ্রই আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে আলোচনা শুরু করবে ইন্ডিয়া জোট। দলগুলি নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া করে আসন ভাগাভাগি করবে বলে জানা গিয়েছে।

লোকসভা নির্বাচনের উত্তাপ ইতিমধ্যেই ছড়াতে শুরু করে। ভোটের আগে থেকেই তা নিয়ে প্রস্তুতি নিতে চায় ইন্ডিয়া জোটের দলগুলি। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে জোটের কথা তুলে ধরতে চাইছে বিরোধী দলগুলি। সেই লক্ষ্যে দেশের সব প্রান্তে জনসভা, মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া- এই থিমকে মাথায় রেখে বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রচার কৌশল তৈরি করা হবে। নেটমাধ্যমে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে মুম্বইয়ের বৈঠকে। সেই কমিটিতে ১২ জন সদস্য রয়েছে। মিডিয়ার জন্যও ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে। সেই গ্রুপেও ১৯ জন প্রতিনিধি রয়েছেন বিভিন্ন দল থেকে। সব মিলিয়ে লোকসভা ভোট ঘোষণার বেশ কয়েক মাস আগে থেকেই দেশ জুড়ে বিজেপি বিরোধী ক্ষেত্র তৈরি করতে তৎপর বিরোধীদের ইন্ডিয়া জোট। সেই লক্ষ্যমাত্রাই স্থির করা হল মুম্বইয়ের বৈঠকে।