বাংলার ৪, উত্তর প্রদেশের ১৩, মোদীর ইউপি প্রীতির নেপথ্যে গভীর পার্টিগণিত

PM Modi Cabinet Expansion 2021: উত্তর প্রদেশ থেকে কেন্দ্রীয় মন্ত্রী কারা?

বাংলার ৪, উত্তর প্রদেশের ১৩, মোদীর ইউপি প্রীতির নেপথ্যে গভীর পার্টিগণিত
ছবি: মোদী মন্ত্রিসভা ২.০
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 9:37 PM

নয়া দিল্লি: ১২ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ। পরিবর্তে ৩৬ জনের শপথ। ভারতের সংসদীয় রাজনীতিতে এতো বড় রদবদল এর আগে কখনও হয়নি। ২০১৯ সালে ৫৭ জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। ২ বছরের কিছুটা সময় অতিক্রান্ত, এরই মধ্যে ১২ জন মন্ত্রীকে নিজের মন্ত্রিসভা থেকে ‘ছাটাই’ করে পরিবর্ত হিসেবে ৩৬ জনকে নিয়ে এলেন নরেন্দ্র মোদী। সব মিলিয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় ক্যাবিনেটে এখন মন্ত্রীর সংখ্যা ৭৮। সর্বাধিক মন্ত্রিত্ব পেয়েছে উত্তর প্রদেশ। নরেন্দ্র মোদীকে নিয়ে সংখ্যাটা মোট ১৪।

সংসদীয় নিয়মাবলী অনুযায়ী ৫৪৩ জন সভ্য বিশিষ্ট লোকসভায় সর্বাধিক ৮১ জন মন্ত্রী হতে পারেন। সেই হিসেবে মোদী ২.০ ক্যাবিনেটে এখন সিংহভাগ আসনই পূর্ণ। তাৎপর্যপূর্ণভাবে মোদী মন্ত্রিসভার ১৩ জন সদস্যই উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত। নরেন্দ্র মোদী নিজে গুজরাতের হলেও তিনিও বারাণসী থেকেই সাংসদ।

এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ মহেন্দ্র নাথ পাণ্ডে, জেনারেল ভিকে সিং, কৃষ্ণ পাল, সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং সঞ্জীব বল্যান, সকেলেই কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রিসভার সম্প্রসারণের পর এই তালিকায় যুক্ত হলেন আরও ৭। উত্তর প্রদেশ থেকে কেন্দ্রের নতুন মন্ত্রী হলেন পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং পটেল, সত্যপাল সিং বাঘেল, ভানু প্রতাপ সিং বর্মা, কৌশল কিশোর, বি এল বর্মা এবং অজয় কুমার।

উত্তর প্রদেশ থেকে কেন্দ্রীয় মন্ত্রী কারা?

১. রাজনাথ সিং ২. মহেন্দ্র নাথ পাণ্ডে ৩. জেনারেল ভিকে সিং ৪. কৃষ্ণ পাল ৫. সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৬. সঞ্জীব বল্যান ৭. পঙ্কজ চৌধুরী ৮. অনুপ্রিয়া সিং পটেল ৯. সত্যপাল সিং বাঘেল ১০. কৌশল কিশোর ১১. বি এল বর্মা ১২. ভানু প্রতাপ সিং ১৩. অজয় কুমার

কেন এই রদবদল?

এখন প্রশ্ন, কেন উত্তর প্রদেশ থেকেই এক ডজনেরও বেশি মন্ত্রীকে নিজের মন্ত্রিসভায় জায়গা দিলেন মোদী? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, নমোর ইউপি প্রেমের নেপথ্যে রয়েছে আসলে ভোট ব্যাঙ্ক। ২০২২ সালের শুরুতেই গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরাখণ্ড সহ উত্তর প্রদেশে ভোট। সেখানে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই এই সম্প্রসারণ। ইউপি-র ৭ নতুন মন্ত্রীদের মধ্যে বাঘেল ভর্মা এবং কিশোর, তিন জনই দলিত সম্প্রদায়ের। এছাড়াও এনডিএ সহযোগী আপনা দলের অনুপ্রিয়া কুর্মি সম্প্রদায়ের জনপ্রতিনিধি।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের ভোটে ২০ শতাংশই দলিত ভোটার। ২০১৯-এর লোকসভা ভোটে যার সিংহভাগই গিয়েছে বিজেপির ঝুলিতে। সংরক্ষিত আসনের নিরিখেও ভাল ফল করেছে গেরুয়া শিবির। আর সেই জয়ের ধারা অব্যাহত রাখতে এবারও দলিত অঙ্কের পার্টিগণিত কষতে শুরু করেছেন মোদী-শাহ। ৭৮ সদস্যের মোদী মন্ত্রিসভায় এই মুহূর্তে ১২ জন দলিত। মোদী মন্ত্রিসভায় রয়েছেন ওবিসি সম্প্রদায়েরও ২৭ জন মন্ত্রী। বাংলা থেকে যেমন জায়াগা পেয়েছেন রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর। মোদী মন্ত্রিসভায় বাংলার আরও দুই নতুন মুখ জন বার্লা এবং সুভাষ সরকার। উল্লেখযোগ্য মোদীর এবারের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে ১৩জন আইনজীবী, ৬ জন চিকিৎসক সহ ৭ জন প্রাক্তন আমলার। মন্ত্রিসভার সদস্যদের ৭ সদস্য এমন রয়েছেন যারা পিএইচডি করেছেন। ৩ জনের রয়েছে এমবিএ ডিগ্রি। ৬৮ জন মন্ত্রী স্নাতক।

আরও পড়ুন: কোন অঙ্কে চার সাংসদকে মন্ত্রিসভায় স্থান? বাবুলের জন্যও বিকল্প ভাবনা বিজেপির