SC-ST-OBC-কে অগ্রাধিকার, মোদীর টিমে আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এমবিএ থেকে PHD স্কলার

PM Modi Cabinet Expansion 2021: কারা মন্ত্রী হলেন? কোথায় সংরক্ষণ? কোন রাজ্যকে সর্বাধিকার? কোন কোন ক্ষেত্রের জনপ্রতিনিধিকে সুযোগ? শিক্ষা, অভিজ্ঞতা ছাড়া মন্ত্রী হতে কাজ করল ঠিক কোন কোন ফ্যাক্টর?

SC-ST-OBC-কে অগ্রাধিকার, মোদীর টিমে আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এমবিএ থেকে PHD স্কলার
অলংকরণ: TV9 বাংলা গ্রাফিক্স
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 8:40 PM

নয়া দিল্লি: সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ের পর ৫৮ জনের প্রাথমিক মন্ত্রিসভা নিয়ে সরকার চালিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। দু বছর সময় অতিক্রান্ত হতে না হতেই সেই মন্ত্রিসভার ভোলবদল (PM Modi Cabinet Expansion 2021)। ‘চাকরি হারালেন’ ১২ জন মন্ত্রী।  মন্ত্রিত্ব খোয়া গিয়েছে হর্ষ বর্ধন (স্বাস্থ্যমন্ত্রী), রমেশ পোখরিয়াল (শিক্ষামন্ত্রী), রবিশঙ্কর প্রসাদ (আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী), প্রকাশ জাভড়েকর (বন ও তথ্য ও সম্প্রচার, ভারী শিল্প মন্ত্রী) সহ অন্তত ৭ ক্যানিনেট সভ্যের। পদত্যাগ করতে হয়েছে বাবুল সুপ্রিয়কেও (বন ও পরিবেশ মন্ত্রী)। পরিবর্ত হিসেবে নয়া মন্ত্রিসভার নতুন মন্ত্রী হয়েছেন ভূপেন্দ্র যাদব, গঙ্গাপূরম কিষাণ রেড্ডি, অশ্বিনী বৈষ্ণবের মতো হেভিওয়েটরা।

ভারতের সংসদীয় বিধান অনুযায়ী ৫৪৩ জন সদস্য বিশিষ্ট সংসদে সর্বমোট ৮১ জন সভ্যকে নিয়ে মন্ত্রিসভা গঠন করা যায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ৫৮ জন সহকর্মীকে নিয়ে মন্ত্রিসভা করেছিলেন নমো। বুধবার সেই মন্ত্রিসভার সম্প্রসারণ করে ৭৮ জনের ‘টিম’ তৈরি করেছেন নরেন্দ্র মোদী। ভারতীয় রাজনীতির ইতিহাসে এই রদ বদল দেশের সব থেকে বড় মন্ত্রিসভার সম্প্রসারণ। কারা মন্ত্রী হলেন? কোথায় সংরক্ষণ? কোন রাজ্যকে সর্বাধিকার? কোন কোন ক্ষেত্রের জনপ্রতিনিধিকে সুযোগ? শিক্ষা, অভিজ্ঞতা ছাড়া মন্ত্রী হতে কাজ করল ঠিক কোন কোন ফ্যাক্টর? বিশ্লেষণে TV9 বাংলা

মোদী মন্ত্রিসভায় SC, ST, OBC ও সংখ্যালঘু সমীকরণ

মোদী মন্ত্রিসভার ৭৮ জন সদস্যের মধ্যে অনগ্রসর জাতির সদস্য রয়েছেন ১২ জন। ৮ জন সদস্য রয়েছেন অনগ্রসর উপজাতি সম্প্রদায়ের। ৫ জন সদস্য রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের। সর্বাধিক স্থান দেওয়া হয়েছে অন্যান্য অনগ্রসর জাতির প্রতিনিধিদের। মোদী মন্ত্রিসভার সম্প্রসারণের পর সর্বমোট ২৭ জন সদস্য এমন রয়েছেন, যাঁরা ওবিসি।

 

এসসি (SC) সমীকরণ

মোদী মন্ত্রিসভার ১২ জন এসসি মন্ত্রীর মধ্যে ২ জন ক্যাবিনেট সদস্য। বাকি ১০ জন প্রতিমন্ত্রী। বিহার, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র সহ রাজস্থান, মূলত এই ৮ রাজ্যের এসসি জন প্রতিনিধিরাই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন।

এসটি (ST) সমীকরণ

অন্যদিকে দেশের ৮ জন এসটি সম্প্রদায়ের মন্ত্রীর মধ্যে ৩ জন ক্যাবিনেট সদস্য। বাকিরা প্রতিমন্ত্রী। এক্ষেত্রেও অরুণাচল, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা ও অসমের প্রতিনিধিত্ব রয়েছে।

 

ওবিসি (OBC) সমীকরণ

মোদী মন্ত্রিসভার ২৭ জন ওবিসি সদস্যের মধ্যে ৫ জন ক্যাবিনেট মন্ত্রী। বাকি সভ্যরা প্রতিমন্ত্রী। এক্ষেত্রেও ১৫ রাজ্যের মোট ১৯টি জনজাতিকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া হয়েছে।

 

সংখ্যালঘু (Minority) সমীকরণ

এসসি, এসটি, ওবিসি ছাড়াও নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ও শিখ ধর্মাবলম্বী জন প্রতিনিধি। সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ৫ জন মন্ত্রীর মধ্যে ৩ জন ক্যাবিনেট সদস্য। এঁদের মধ্যে মুক্তার আব্বাস নাকভি অন্যতম একজন। তিনি সংখ্যালঘু উন্নয়ন বিষয়কে মন্ত্রকের মন্ত্রী। ওই দফতরেই নাকভির ডেপুটি হয়েছেন আলিপুরের বিজেপি সাংসদ জন বার্লা।

Narendra Modi Cabinet Expansion

অলংকরণ : অভিজিৎ বিশ্বাস

 

মোদী মন্ত্রিসভায় মহিলা মুখ

নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মোট ১১ জন মহিলা সদস্য রয়েছেন। এদের মধ্য নির্মলা সীতারমন এবং স্মৃতি ইরানি, ২ জনই ক্যাবিনেট মন্ত্রী। বুধবারে মন্ত্রিসভার সম্প্রসারণে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ত্রিপুরা থেকে প্রথমবারের সাংসদ প্রতিমা ভৌমিক। উল্লেখ্য, এই ১১ জন সভ্য দেশের ৯টি রাজ্যের প্রতিনিধি। মন্ত্রিসভার সম্প্রসারণের আগে বাংলা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন দেবশ্রী চৌধুরী। তিনি মোদী ক্যাবিনেট ২.০ থেকে বাদ পড়েছেন। অতীতে মোদী ক্যাবিনেটে বিদেশ মন্ত্রী ছিলেন প্রয়াত সাংসদ সুষমা স্বরাজ।

 

PM Modi Cabinet Expansion

অলংকরণ : অভিজিৎ বিশ্বাস

 

কমল মোদী মন্ত্রিসভার গড় বয়স

১ দিনের ফারাকেই ৩ বছর কমল মোদী মন্ত্রিসভার গড় বয়স। বুধাবারের আগেও যেখানে মোদী মন্ত্রিসভার গড় বয়স ছিল ৬১, সম্প্রসারণের পর তা কমে হল ৫৮। নতুন এই মন্ত্রিসভায় ৫০ বছরের ও কম বয়সের মন্ত্রী রয়েছেন ১৪ জন। ক্যাবিনেটেও এমন ৬ সদস্য রয়েছেন, যাদের বয়স ৫০ হয়নি। উল্লেখ্য, বুধবার সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেব শপথ নিয়েছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (৩৫)। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও নবীন মন্ত্রীদের মধ্যে একজন।

PM Narendra Modi Cabinet Expansion

অলংকরণ : অভিজিৎ বিশ্বাস

 

অভিজ্ঞতা ও শিক্ষা ভিত্তিক সমীকরণ

৭৮ জনের মন্ত্রিসভার ৪৬ জন সদস্যই কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ২৩ জন এমন সদস্য রয়েছেন যাঁরা নূন্যতম ৩ বার সাংসদ থেকেছেন। নয়া মন্ত্রিসভায় ৪ জন এমন মন্ত্রী রয়েছেন যারা অতীতে মুখ্যমন্ত্রীও ছিলেন। যেমন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী হরদীপ সিং পুরী সহ অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সিং সোনোয়াল এবারের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য নাম। এছাড়াও নয়া মন্ত্রিসভায় থাকছেন ১৮ জন রাজ্য মন্ত্রী সহ ৩৪ জন প্রাক্তন বিধায়ক।

 

শিক্ষাগত যোগ্যতা

নতুন ক্যাবিনেটে ৭ জন সদস্যের পিএইচডি রয়েছে। ৩ জন এমবিএ। এছাড়াও রয়েছেন ১৩ জন আইনজীবী, ৬ জন চিকিৎসক, ৫ জন ইঞ্জিনিয়ার। ৭৮ সদস্যের মন্ত্রিসভায় ৬৮ জন মন্ত্রীই স্নাতক।

Modi Cabinet Expansion

অলংকরণ : অভিজিৎ বিশ্বাস

আরও পড়ুন: New Cabinet Minister of India 2021: নিশীথ-সুভাষ-শান্তনু-জন বার্লা, চার মন্ত্রী পেল বাংলা