PM Modi-Georgia Meloni: ‘মেলোডি’ময় ইন্টারনেট, ভাইরাল ছবি নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
Viral Post: ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেলফির ক্যাপশন দিয়েছিলেন, "সিওপি২৮-এ ভাল বন্ধুরা"। মোদী ও মেলোনিকে মিলিয়ে হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন মেলোডি। শনিবার সকালে ওই ছবি পোস্ট হওয়ার পর থেকেই তা ভাইরাল।
নয়া দিল্লি: একট সেলফি। পোস্ট হতেই তাতে বয়ে গেল লাইকের বন্যা, হু হু করে শেয়ার হতে থাকল পোস্ট। ইন্টারনেটে বর্তমানে ট্রেন্ডিং #মেলোডি (#Melody)। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Georgia Meloni) সঙ্গে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেলফি তুলে পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী। নিমেষে তা ভাইরাল হয়ে যায়। এবার সেই ভাইরাল ছবি নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী মোদীও।
ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেলফির ক্যাপশন দিয়েছিলেন, “সিওপি২৮-এ ভাল বন্ধুরা”। মোদী ও মেলোনিকে মিলিয়ে হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন মেলোডি। শনিবার সকালে ওই ছবি পোস্ট হওয়ার পর থেকেই তা ভাইরাল।
Meeting friends is always a delight. https://t.co/4PWqZZaDKC
— Narendra Modi (@narendramodi) December 2, 2023
শনিবার রাতে প্রধানমন্ত্রী মোদীও তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। জর্জিয়া মেলোনির ওই পোস্টের জবাবে লেখেন, “বন্ধুদের সঙ্গে দেখা হওয়া সবসময়ই আনন্দদায়ক।”
এর আগে চলতি বছরে নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনেও যোগ দিতে এসেছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া। সেই সময়ও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রসায়ন সকলের নজর কেড়েছিল। এবার বিশ্ব জলবায়ু সম্মেলনে সাক্ষাতের পর ছবি পোস্ট করতেই তা রাতারাতি ভাইরাল।