PM Modi’ Tweet on Shinzo Abe: ‘গভীরভাবে ব্যাথিত’, প্রিয় বন্ধুর উপরে হামলায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী

PM Modi' Tweet on Shinzo Abe: শিনজ়ো আবে জাপানের প্রধানমন্ত্রী থাকাকালীনই ভারত ও জাপানের সম্পর্ক দৃঢ় ও মজবুত হয়েছিল, এই কথা প্রধানমন্ত্রী মোদী নিজেও স্বীকার করে নিয়েছিলেন। ভারতে আসার আগেও প্রধানমন্ত্রী মোদী শিনজ়ো আবের একাধিক নীতির ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

PM Modi' Tweet on Shinzo Abe: 'গভীরভাবে ব্যাথিত', প্রিয় বন্ধুর উপরে হামলায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিনজ়ো আবে। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 8:08 PM

নয়া দিল্লি: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে(Shinzo Abe)-র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার সকালেই জাপানের নারা শহরে একটি জনসভা চলকালীন গুলি করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শিনজ়ো আবের উপরে হামলার খবর শুনেই প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেন, “প্রিয় বন্ধু শিনজ়ো আবের উপরে হামলার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। ওনার পরিবার ও জাপানের সকলের প্রতি আমার সহানুভূতি রইল।”

রবিবারই জাপানের সংসদের উচ্চকক্ষে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনী প্রচারেই এ দিন সকালে নারা শহরে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন, সেই সময়ই পিছন থেকে তাঁর উপর হামলা করা হয়। পরপর দুটি গুলি চালানো হয়। একটি গুলি শিনজ়োর বুকে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শিনজ়ো। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে বন্ধুত্ব-

প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবের উপরে হামলার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময়ের বন্ধুকে হারিয়ে শোকাহত প্রধানমন্ত্রী মোদী। ২০২০ সালে শিনজ়ো যখন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, সেইসময়ও দুঃখপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রায়সময়ই তিনি শিনজ়ো আবের স্বাস্থ্যের খোঁজ খবর নিতেন।

শিনজ়ো আবে জাপানের প্রধানমন্ত্রী থাকাকালীনই ভারত ও জাপানের সম্পর্ক দৃঢ় ও মজবুত হয়েছিল, এই কথা প্রধানমন্ত্রী মোদী নিজেও স্বীকার করে নিয়েছিলেন। ভারতে আসার আগেও প্রধানমন্ত্রী মোদী শিনজ়ো আবের একাধিক নীতির ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। অন্যদিকে, শিনজ়ো আবেও প্রধানমন্ত্রী মোদীর বিদেশনীতির প্রশংসা করেছিলেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি শিনজ়ো আবের বন্ধু হিসাবে পরিচিত ছিলেন। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, সেই সময় জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে বিপুল বিনিয়োগ করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর ছিল জাপানেই। এদিনও টুইটে শিনজ়ো আবেকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী।