PM Narendra Modi: ‘নমো ড্রোন দিদিরা উদ্ভাবন ও আত্মনির্ভরতার চ্যাম্পিয়ন’, দেশের নারী ক্ষমতায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
International Women's Day: গুজরাটের ভারুচের কৃষ্ণা পটেল নামক এক মহিলার কাহিনিও তুলে ধরা হয় পোস্টে। ওই মহিলা বলেন, "আমি কৃষি পরিবার থেকে উঠে এসেছি। কৃষকদের অবস্থা খুবই কঠিন। ড্রোন দিদি হয়ে আমি সেই সাহায্যই করছি। যে কাজ করতে শ্রমিকদের ২ দিন সময় লাগে, তা ড্রোনের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে হয়ে যায়।"
নয়া দিল্লি: নারী দিবসে দেশের নারীশক্তিকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছে। শুধু রান্নাঘরে আবদ্ধ না থেকে দেশের নারীশক্তি কীভাবে সমস্ত ক্ষেত্রে এগিয়ে চলেছে, তার চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী। এ দিন প্রধানমন্ত্রী বলেন, “সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা! আমরা আমাদের নারী শক্তিকে তাদের শক্তি, সাহস ও সহনশীলতার জন্য স্যালুট জানাই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যকে সাধুবাদ জানাই।”
এ দিন প্রধানমন্ত্রী মোদী টুইটে লেখেন, “শিক্ষা, কৃষি, প্রযুক্তি সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের সরকার দেশের মহিলাদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত এক দশকে আমাদের সাফল্যও উঠে এসেছে।”
নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে নারী ক্ষমতায়নের চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী জানান, আজ মহিলারা কেন্দ্রের নমো ড্রোন দিদি উদ্যোগের অধীনে সফভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছেন। উদ্ভাবন ও আত্মনির্ভরতার চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন মহিলারা। নমো ড্রোন দিদি- এই উদ্যোগের মাধ্যমে গ্রামের মহিলারা ড্রোন-চালক হয়ে উঠেছেন। ক্ষেতে নজরদারি, সার প্রয়োগ ও বীজ বপনে ব্যবহার করা হচ্ছে এই ড্রোনগুলি, কৃষিকাজে সাহায্য করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।
NaMo Drone Didis are champions of innovation, suitability and self-reliance. Our Government is leveraging the power of drones to further women empowerment. pic.twitter.com/NY4SOMKec3
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
গুজরাটের ভারুচের কৃষ্ণা পটেল নামক এক মহিলার কাহিনিও তুলে ধরা হয় পোস্টে। ওই মহিলা বলেন, “আমি কৃষি পরিবার থেকে উঠে এসেছি। কৃষকদের অবস্থা খুবই কঠিন। ড্রোন দিদি হয়ে আমি সেই সাহায্যই করছি। যে কাজ করতে শ্রমিকদের ২ দিন সময় লাগে, তা ড্রোনের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে হয়ে যায়। কৃষকদের আর কড়া রোদে কাজ করতে হয় না। যখন আমি ড্রোন চালানো শিখি, আমার মনে হয় আমি যেন পাইলট হয়ে গিয়েছি।”
लखपति दीदी योजना देशभर में महिलाओं को सशक्त बनाने का एक बड़ा माध्यम बन रही है। स्वयं सहायता समूह से जुड़ी हमारी माताएं-बहनें और बेटियां विकसित भारत के निर्माण की एक मजबूत कड़ी हैं। pic.twitter.com/ru4YnKgP2s
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
পরের আরেকটি টুইটে পিএম স্বনিধি যোজনা সম্পর্কেও তুলে ধরা হয়, যা দরিদ্র থেকে অতি দরিদ্র শ্রমিকদের জীবনেও সুখ-সম্মৃদ্ধি এনে দিয়েছে। বিপুল সংখ্যক মা-বোনেরাও এই পরিষেবার সুবিধা পান।
A home is the foundation of dignity. It’s where empowerment begins and dreams take flight.
PM-AWAS Yojana has been a game-changer to further empowerment of women. pic.twitter.com/qb5aSW5h5u
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
প্রধানমন্ত্রী আবাস যোজনা কীভাবে নারীদের ক্ষমতায়নে গেম-চেঞ্জার হয়ে উঠেছে, তাও তুলে ধরা হয় আরেকটি টুইটে। উত্তর প্রদেশের ভদোহির এক মহিলা জানান, কীভাবে পিএম আবাস যোজনা তাদের অপূর্ণ স্বপ্নকে পূরণ করেছে। মাথার উপরে ছাদ তৈরি হয়েছে তাদের।
लखपति दीदी योजना देशभर में महिलाओं को सशक्त बनाने का एक बड़ा माध्यम बन रही है। स्वयं सहायता समूह से जुड़ी हमारी माताएं-बहनें और बेटियां विकसित भारत के निर्माण की एक मजबूत कड़ी हैं। pic.twitter.com/ru4YnKgP2s
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
লাখপতি দিদি যোজনা-ও দেশের মহিলাদের ক্ষমতায়নের অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মা-বোন ও মেয়েরা উন্নত দেশ গড়ার শক্তিশালী ভিত হয়ে উঠেছে।