PM Narendra Modi: অতীতেও সংরক্ষণ তুলে দিতে চেয়েছিল কংগ্রেস, প্রমাণ দিলেন মোদী

Jharkhand Assembly Election 2024: সমস্ত জনজাতি-উপজাতিকে একজোট থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "যখনই সমাজ ছোট ছোট জাতি-উপজাতিতে ভেঙে যায়, তখন জনজাতি, উপজাতি, ওবিসিদের কণ্ঠ দুর্বল হয়ে যায়। যে দিন এটা হয়ে যাবে, কংগ্রেসের চক্রান্ত সফল হয়ে যাবে। ওরা সমস্ত সংরক্ষণ কেড়ে নেবে।"

PM Narendra Modi: অতীতেও সংরক্ষণ তুলে দিতে চেয়েছিল কংগ্রেস, প্রমাণ দিলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Nov 12, 2024 | 12:53 PM

রাঁচী: নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে জনজাতি, উপজাতি, ওবিসি-দের মনোবল ভাঙার চেষ্টা করছে কংগ্রেস (Congress)। এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কংগ্রেসের এই ফাঁদে পা না দিয়ে সকল সম্প্রদায়কে একজোট থাকার অনুরোধ জানালেন তিনি।

সোমবার ঝাড়খণ্ডে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো অ্যাপের (NaMo app) মাধ্যমে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই মোদী বলেন, “বুথ স্তরে বিজেপি যে ভালবাসা-আশীর্বাদ পাচ্ছে, তাতে স্পষ্ট যে জেএমএম সরকার এবার বিদায় নিতে চলেছে। দুর্নীতি, মাফিয়া ও অপশাসনের হাত থেকে মুক্ত করে এই রাজ্যকে এবার উন্নয়নের পথে নিয়ে যেতে হবে। এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।”

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেসের রয়্যাল পরিবারের সকলে, জওহরলাল নেহরু থেকে শুরু করে রাজীব গান্ধী- সকলেই সংরক্ষণের বিরোধী ছিলেন এবং দলিত, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ের কণ্ঠরোধ করেছেন। ১৯৯০-র আগে ওবিসি সমাজ একজোট হতে পারেনি। কিন্তু যখন তারা একজোট হল, তখনই কংগ্রেসের ক্ষতি হল। এরপর থেকে কংগ্রেস কখনও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারেনি। এখন মাত্র তিন রাজ্যে সরকার রয়েছে ওদের।”

তিনি আরও বলেন, “বিগত কয়েক বছর ধরেই ওদের (কংগ্রেস) লক্ষ্য হল জনজাতি-উপজাতিদের মিলিত ক্ষমতা ও মনোবল ভাঙা। কারণ যে রাজ্যগুলিতে সবথেকে বেশি সংখ্যক দলিত, আদিবাসী, ওবিসি রয়েছে, সেই সমস্ত রাজ্যই বর্তমানে বিজেপি-এনডিএ সরকারে শাসিত। আর কংগ্রেসের এই রাজ্যগুলিতে ফেরার কোনও সম্ভাবনা নেই।”

সমস্ত জনজাতি-উপজাতিকে একজোট থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “যখনই সমাজ ছোট ছোট জাতি-উপজাতিতে ভেঙে যায়, তখন জনজাতি, উপজাতি, ওবিসিদের কণ্ঠ দুর্বল হয়ে যায়। যে দিন এটা হয়ে যাবে, কংগ্রেসের চক্রান্ত সফল হয়ে যাবে। ওরা সমস্ত সংরক্ষণ কেড়ে নেবে। সেই কারণেই আমি বলি  এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে (এক থাকলে, সুরক্ষিত থাকবেন)।”

রাজীন গান্ধীর জমানায় কংগ্রেসের নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি বিজ্ঞাপনও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী, যেখানে জনজাতি, উপজাতি ও ওবিসিদের সংরক্ষণ তুলে নেওয়ার কথাই বলা হয়েছিল।

প্রসঙ্গত, আগামিকাল, ১৩ নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ ২০ নভেম্বর। ভোটের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর।