Mopa International Airport: যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করতে আরও একটি বিমানবন্দর, রবিতে মোদীর হাতে উদ্বোধন মোপা-র

২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪০টি। আগামী পাঁচ বছরে উড়ান পরিষেবা উন্নত করা হবে এবং ২২০টি বিমানবন্দরের মধ্যে উড়ান পরিষেবা চালু করা হবে বলে মোদি সরকারের পরিকল্পনা।

Mopa International Airport: যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করতে আরও একটি বিমানবন্দর, রবিতে মোদীর হাতে উদ্বোধন মোপা-র
মোপা বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2022 | 6:37 PM

নয়া দিল্লি: দেশকে ডিজিটালি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সড়ক ও আকাশপথেও ভারতকে একসূত্রে বাঁধতে এবং বিশ্বের সঙ্গে যোগাযোগের প্রসারে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার বিশেষ প্রতিফলন দেখা যাচ্ছে, দেশে বিমানবন্দরের সংখ্যায়। গত ৮ বছরে দেশে বিমানবন্দরের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এবার আরও একটি নতুন বিমানবন্দর খুলতে চলেছে। রবিবার গোয়ায় মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে ২০১৬ সালের নভেম্বরে মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সেই বিমানবন্দরেরই উদ্বোধন করবেন তিনি। এটাই গোয়ার দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হতে চলেছে। গোয়ার প্রথম বিমানবন্দরটি অবস্থিত ডাবোলিনে। এই বিমানবন্দরের তুলনায় মোপা আন্তর্জাতিক বিমানবন্দর আরো উন্নতমানের হতে চলেছে।

বিমানবন্দর সূত্রে খবর, ডাবোলিন বিমানবন্দরে থেকে সরাসরি ১৫টি জাতীয় এবং ৬টি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা হয়। মোপা বিমানবন্দরে ৩৫টি জাতীয় এবং ১৮টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে উড়ান পরিষেবা হবে। ডবোলিন বিমানবন্দরে রাতে গাড়ি পার্কিংয়ের সুবিধা নেই। কিন্তু মোপা বিমানবন্দরে এই পরিষেবা থাকবে। এছাড়া ডাবোলিন বিমানবন্দরে কোনও কার্গো টার্মিনাল নেই। মোপা বিমাননবন্দরে ২৫ হাজার মিটার এলাকা কার্গো টার্মিনালের জন্য রাখা হয়েছেষ এছাড়া এই বিমানবন্দরে বর্তমানে বার্ষিক ৮০ লক্ষেরও বেশি যাত্রী নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী সরকার আসার আগে পর্যন্ত দেশে যে সংখ্যক বিমানবন্দর ছিল, গত আট বছরে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪০টি। আগামী পাঁচ বছরে উড়ান পরিষেবা উন্নত করা হবে এবং ২২০টি বিমানবন্দরের মধ্যে পরিষেবা চালানো হবে বলে মোদি সরকারের পরিকল্পনা।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে যে সমস্ত বিমানবন্দরগুলির শিলান্যাস এবং উদ্বোধন হয়েছে, সেগুলির হল মধ্যে উল্লেখযোগ্য হল- ২০২২-এর নভেম্বরে- অরুণাচল প্রদেশের ইটানগরে গ্রিনফিল্ড বিমানবন্দর দ্যোনি পোলো বিমানবন্দর। ২০২২-এর জুলাই- দেওঘর বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি সরাসরি বাবা বৈদ্যনাথ ধামের সঙ্গে সংযুক্ত। ২০২১-এর নভেম্বর- উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১-এর অক্টোবর- কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেটি উদ্বোধন করে নরেন্দ্র মোদী বলেন, “সারা বিশ্বের বৌদ্ধ সমাজের প্রতি সম্মান প্রদর্শন করছে কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দর।”