এক বিছানায় মহিলা পুলিশের সঙ্গে! ধরা পড়তেই ডেপুটি সুপার থেকে সোজা হয়ে গেলেন কনস্টেবল

Illicit Affairs: কৃপা শঙ্কর নামক ওই পুলিশ আধিকারিক ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার বদলে তিনি কানপুরের একটি হোটেলে চেক ইন করেন। সঙ্গে ছিলেন এক মহিলা কনস্টেবল। হোটেলে ঢুকেই দুইজন নিজেদের মোবাইল সুইচ অফ করে দিয়েছিলেন।

এক বিছানায় মহিলা পুলিশের সঙ্গে! ধরা পড়তেই ডেপুটি সুপার থেকে সোজা হয়ে গেলেন কনস্টেবল
ডিমোশন হওয়া পুলিশ কর্তা।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 23, 2024 | 12:58 PM

লখনউ: ছিলেন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট। রাতারাতি ডিমোশন করে বানিয়ে দেওয়া হল কনস্টেবল! পুলিশকর্তার এমন শাস্তিতে হতবাক গোটা পুলিশ মহল। কী এমন অপরাধ করেছিলেন তিনি? হোটেলের রুমে ধরা পড়েছিলেন এক মহিলার সঙ্গে। তিনিও আবার পুলিশকর্মী। অধঃস্তন কর্মীর সঙ্গে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপন করার অপরাধেই ডিমোশন হল পুলিশকর্তার।

মজাদার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। সে রাজ্যের পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট কৃপা শঙ্কর কনৌজকে ডিমোশন দিয়ে কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তিন বছর আগে তিনি এক মহিলা কনস্টেবলের সঙ্গে হোটেল রুমে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন। এরপরই তাঁর বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হয় সরকারের কাছে। শাস্তি হিসাবে তাঁকে উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার থেকে সরিয়ে, গোরক্ষপুরের ২৬তম প্রভিনশিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটেলিয়নের কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, ২০২১ সালের জুলাই মাসে  কৃপা শঙ্কর নামক ওই পুলিশ আধিকারিক ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার বদলে তিনি কানপুরের একটি হোটেলে চেক ইন করেন। সঙ্গে ছিলেন এক মহিলা কনস্টেবল। হোটেলে ঢুকেই দুইজন নিজেদের মোবাইল সুইচ অফ করে দিয়েছিলেন।

এদিকে, স্বামীর খোঁজ না পেয়ে, ওই সার্কেল অফিসারের স্ত্রী উন্নাওয়ের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। খোঁজ খবর নিয়ে জানা যায়, কানপুরের হোটেলে ঢোকার পরই মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। বিপদের আশঙ্কা করে সঙ্গে সঙ্গে ওই হোটেলে পৌঁছয় উন্নাও পুলিশ। কিন্তু বিপদ নয়, বরং আপত্তিজনক অবস্থায় মহিলা পুলিশকর্মীর সঙ্গে সার্কেল অফিসারকে পাওয়া যায়।

ডিউটি থেকে ছুটি নিয়ে মহিলা কনস্টেবলের সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করা নিয়েই তদন্ত শুরু হয় ওই আধিকারিকের বিরুদ্ধে। সরকারের কাছে রিপোর্ট জমা পড়ে। তিন বছর পরে তাঁকে সার্কেল অফিসার পদ থেকে ডিমোশন করে কনস্টেবল করে দেওয়া হয়।