Flight skids off: অবতরণের সময় পিছলে গেল বিমানের চাকা

Mumbai airport: মুম্বই বিমানবন্দরের এক আধিকারিকর জানান, প্রচণ্ড বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যায় এবং ৭০০ মিটারে দাঁড়ায়। তার ফলেই রানওয়েতে অবতরণের সময় বিমানটির চাকা পিছলে যায়। তড়িঘড়ি ওই বিমানের আরোহীদের উদ্ধার করা হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Flight skids off: অবতরণের সময় পিছলে গেল বিমানের চাকা
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 6:40 PM

মুম্বই: অল্পের জন্য রক্ষা! যাত্রী নিয়ে রানওয়েতে অবতরণের সময়ই পিছলে গেল বিমানের চাকা। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে (Mumbai airport)। ভাইজ্যাগ থেকে মুম্বই আসে বিমানটি। আচমকা বিমানের চাকা পিছলে যাওয়ায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল ৫টা নাগাদ একটি প্রাইভেট বিমান (VT-DBL ) ভাইজ্যাগ থেকে মুম্বই আসে। মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে অবতরণের সময়ই বিমানটির চাকা পিছলে যায়। বিমানটিতে ৬ যাত্রী ও ২ ক্রু সদস্য-সহ মোট ৮ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। খবরটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে DGCA। খারাপ আবহাওয়ার জন্যই এই দুর্ঘটনা বলে জানিয়েছে DGCA। বিমানটি পিছলে যাওয়ার মুহূর্তের ছবি সিসিটিভি-তে ধরা পড়েছে। বিমানটির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে ধোঁয়া বেরোতেও দেখা যায়।

Flight1

মুম্বই বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে প্রাইভেট বিমান।

মুম্বই বিমানবন্দরের এক আধিকারিকর জানান, প্রচণ্ড বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যায় এবং ৭০০ মিটারে দাঁড়ায়। তার ফলেই রানওয়েতে অবতরণের সময় বিমানটির চাকা পিছলে যায়। তড়িঘড়ি ওই বিমানের আরোহীদের উদ্ধার করা হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার জেরে মুম্বই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়নি, কিছুক্ষণের জন্য ২৭ নম্বর রানওয়েটি বন্ধ করা হয়েছিল। ফলে দেরাদুন থেকে আগত UK865 বিমানটি গোয়ার মোপা বিমানবন্দরে অবতরণ করে। বাকি রানওয়েতে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানান ওই আধিকারিক।