V K Singh: উপত্যকায় জঙ্গি হামলার পর বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

V K Singh: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ৩ জওয়ানের। এই ঘটনায় প্রাক্তন সেনাপ্রধান বলেন, "পাকিস্তানকে বিচ্ছিন্ন করুন, তবেই কিছু হবে। চাপ প্রয়োগ করতে হবে। কখনও চলচ্চিত্রের ব্যক্তি আসবে, কখনও একজন ক্রিকেটার আসবে। কিন্তু আমাদের তাঁদের আলাদা করতে হবে।"

V K Singh: উপত্যকায় জঙ্গি হামলার পর বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী ভি. কে সিং।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 4:33 PM

নয়া দিল্লি: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ৩ জওয়ানের। এই ঘটনার পর এবার পাকিস্তানকে বিচ্ছিন্ন করার দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি.কে সিং (V K Singh)। তিনি বলেন, “আমাদের ভাবতে হবে। কারণ যতক্ষণ না আমরা পাকিস্তানকে বিচ্ছিন্ন করি, তারা এটাকে স্বাভাবিক ব্যবসা মনে করবে। আমাদের যদি তাদের চাপের মধ্যে আনতে হয়, তাহলে আমাদের তাদের বিচ্ছিন্ন করতে হবে।”

সন্ত্রাসবাদ মানবতাবাদের শত্রু জানিয়ে আগেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একজোট হওয়ার দাবি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলার পর সেই একই সুর শোনা গেল প্রাক্তন সেনাপ্রধানের গলায়। তিনি বলেন, “পাকিস্তানকে বিচ্ছিন্ন করুন, তবেই কিছু হবে। চাপ প্রয়োগ করতে হবে। কখনও চলচ্চিত্রের ব্যক্তি আসবে, কখনও একজন ক্রিকেটার আসবে। কিন্তু আমাদের তাঁদের আলাদা করতে হবে।” কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় পাকিস্তান থেকে জঙ্গিরা এসে আশ্রয় নিয়েছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবর পেয়েই কোকেরনাগ এলাকায় জঙ্গিদমন অভিযানে নামে ভারতীয় সেনা ও জম্মু- কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। সেই অভিযানে জঙ্গিদের গুলিতে বিদ্ধে হয়ে মৃত্যু হল তিন জওয়ানের। যার মধ্যে রয়েছেন কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ঢোনকা এবং ডিএসপি হুমায়ুন ভাট। উপত্যকায় যখন রেকর্ড সংখ্যক পর্যটক আসছে, তখন পাকিস্তান জঙ্গি ঢুকিয়ে শান্তি বিঘ্নিত করতে চাইছে বলে তোপ দাগেন নর্দান আর্মি কম্যান্ডার জেনারাল উপেন্দ্র দ্বিবেদী। জম্মু ও কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করাচ্ছে বলেও জানান তিনি।