Amritpal Singh: খলিস্তানি নেতা অমৃতপালকে তন্নতন্ন করে খুঁজছে পুলিশ, অসম নিয়ে যাওয়া হল ধৃত ৪ ঘনিষ্ঠ সঙ্গীকে
Khalistan supporters Arrested: শনিবার অমৃতপাল সিংয়ের সহকারী যে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে চারজন অমৃতপালের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। নিরাপত্তার কারণে রবিবারই তাদের অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হয়।
অমৃতসর: দুইদিন কেটে গিয়েছে, এখনও অধরা খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। তাঁকে গ্রেফতার করতে বিশাল অভিযান চালাচ্ছে পঞ্জাব পুলিশ (Punjab Police)। অমৃতপালের খোঁজ না পাওয়া গেলেও, তাঁর সংগঠন “ওয়ারিস দে পঞ্জাবে”(Punjab De Waris)-র আরও ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের ব্য়বহার করা তিনটি গাড়িও আটক করা হয়েছে। অন্য়দিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোটা পঞ্জাব জুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার পঞ্জাব পুলিশের তরফে টুইট করে বলা হয়, “অমৃতপাল সিংয়ের সমর্থিত ওয়ারিস দে পঞ্জাবের বিরুদ্ধে দুইদিন ধরে অভিযান চলছে। পঞ্জাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার যারা চেষ্টা করেছেন, তাদের গ্রেফতার করা হয়েছে”। পুলিশের তরফে জানানো হয়েছে, অমৃতপাল সিংকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে। আন্তঃরাজ্য় সীমানাগুলিতে সমস্ত গাড়ির চেকিং চলছে। পঞ্জাবের পাশাপাশি হরিয়ানাতেও এই চেকিং শুরু করা হয়েছে। যে সমস্ত রাজ্য়ের সঙ্গে এই দুই রাজ্যের সীমানা রয়েছে, সেখানে পুলিশি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। হাই অ্যালার্টও জারি করা হয়েছে।
Day 2 on Mega crackdown on #AmritpalSingh backed Waris Punjab De wanted on criminal charges, made preventive arrests of persons attempting to disturb Law & Order in #Punjab (1/2) pic.twitter.com/CG37H0UE1K
— Punjab Police India (@PunjabPoliceInd) March 19, 2023
রবিবার জলন্ধর পুলিশের ডিআইজি স্বপন শর্মা বলেন, “এখনও অবধি ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সাতটি বেআইনি অস্ত্র ও ৩০০-রও বেশি বুলেট উদ্ধার করা হয়েছে। অমৃতপাল সিং ও তাঁর ঘনিষ্ঠ সহকারীদোর ব্যবহার করা তিনটি গাড়িও উদ্ধার করেছে পঞ্জাব পুলিশ। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।”
অন্যদিকে জানা গিয়েছে, শনিবার অমৃতপাল সিংয়ের সহকারী যে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে চারজন অমৃতপালের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। নিরাপত্তার কারণে রবিবারই তাদের অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, পঞ্জাব ও অসম পুলিশ যৌথভাবে তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে পারে।
উল্লেখ্য, শনিবার সকাল থেকেই খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে পঞ্জাব পুলিশ। ৭ জেলা থেকে পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়। জানা গিয়েছে, পঞ্জাবের জলন্ধরের শাহকোট তহশিলে যাওয়ার পথেই খলিস্তানি নেতার কনভয়কে ধাওয়া করে পুলিশ। সূত্রের খবর, কনভয় আটকে অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গেলে, খলিস্তানি নেতা বাইকে চেপে পালিয়ে যায়।