R G Kar: ‘সুপ্রিম’ আবেদনে কি সাড়া দিচ্ছেন চিকিৎসকরা? বৈঠকে IMA
R G Kar: চিকিৎসকদের মত, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হলেও কেন্দ্রীয় আইন প্রণয়নের কোনও আশ্বাস নেই। ফলত পূর্ব ঘোষণা মত জরুরি পরিষেবা বাদে OPD এবং বিশেষ পরিষেবা বন্ধ থাকছে।
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের তরফে কর্মবিরতি প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বৈঠক ডাকল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, IMA। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানির পরেই দেশব্যাপী রেসিডেন্ট ডাক্তারদের ভিডিয়ো কনফারেন্সে বৈঠক ডাকেন RDA সংগঠনের নেতারা। সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী, এখনই কর্মবিরতি প্রত্যাহার করছে না চিকিৎসক সংগঠন। নজর এদিনের IMA-এর বৈঠকের দিকে।
চিকিৎসকদের মত, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হলেও কেন্দ্রীয় আইন প্রণয়নের কোনও আশ্বাস নেই। ফলত পূর্ব ঘোষণা মত জরুরি পরিষেবা বাদে OPD এবং বিশেষ পরিষেবা বন্ধ থাকছে। আইএমএ-এর বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।
প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। শুনানির শুরু থেকেই সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও কড়া পর্যবেক্ষণ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ঘটনা কেবল বাংলা নয়, গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এরপরই আরজিকরে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। পাশাপাশি আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকরা যে কর্মবিরতির ডাক দিয়েছেন, তাও তুলে নেওয়ার আবেদন জানান প্রধান বিচারপতি। কিন্তু সেই আবেদনে সাড়া দিয়ে চিকিৎসকরা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)