তামিলনাড়ুর অর্থনীতি সামলাবেন রঘুরাম রাজন-এসথার ডাফলো, বড় চমক স্ট্যালিনের

রাজ্যপাল বনবরিলাল পুরোহিত জানিয়েছেন, সরকার দ্রুত অর্থনৈতিক বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করবে।

তামিলনাড়ুর অর্থনীতি সামলাবেন রঘুরাম রাজন-এসথার ডাফলো, বড় চমক স্ট্যালিনের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 21, 2021 | 5:02 PM

চেন্নাই: তামিলনাড়ুর অর্থনৈতিক পরিষদ গড়লেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। ৫ সদস্যের সেই অর্থনৈতিক পরিষদে থাকছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী নোবেল জয়ী  এসথার ডাফলো এবং প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। তাঁরা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে রাজ্যের অর্থনৈতিক নীতি নির্ধারণে সাহায্য করবেন। এসথার ডাফলো ও রঘুরাম রাজন ছাড়া স্ট্যালিনের অর্থনৈতিক পরিষদে থাকছেন অরবিন্দ সুব্রহ্মনিয়ম, জিন ড্রিজ, এস নারায়ণ।

বিজ্ঞপ্তি দিয়ে স্ট্যালিনের প্রশাসন জানিয়েছে, তামিলনাড়ুর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল না। ঋণের চাপ রয়েছে। পাশাপাশি রাজ্যবাসীর চাহিদাও অনেক। তাই দ্রুত অর্থনৈতিক উন্নতির জন্য পরামর্শ দেবে এই ৫ সদস্যের পরিষদ। রাজ্যের বিভিন্ন সেক্টরে দ্রুত উন্নতি, চাকরি ও উৎপাদন ক্ষমতা বাড়ানোরও পরামর্শ দেবে এই পরিষদ। কাউন্সিল ভার্চুয়ালি বা সশরীরে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

রাজ্যপাল বনবরিলাল পুরোহিত জানিয়েছেন, সরকার দ্রুত অর্থনৈতিক বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করবে। কারণ রাজ্যের অর্থনৈতিক অবস্থা উদ্বেগের। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সেখানে রাজ্যের দ্রুত অর্থনৈতিক উন্নতির জন্য ভ্যাকসিন চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই অর্থনৈতিক পরিষদের ঘোষণা করল স্ট্যালিন প্রশাসন।

আরও পড়ুন: কংগ্রেস ছাড়াই মোদী বিরোধিতায় তৃতীয় ফ্রন্ট, মঙ্গলে ‘মিশন ২০২৪’-এর ‘পাওয়ার’ বৈঠক