Rahul Gandhi: লোকসভায় বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধী?
Opposition Leader of Loksabha: নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন প্রথম এনডিএ সরকারে লোকসভার বিরোধী দলনেতা হিসাবে প্রতিনিধিত্ব করেছেন মল্লিকার্জুন খাড়্গে। সেবার রাহুল গান্ধীকে এই পদ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি গ্রহণ করেননি। তারপর মোদীর নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারেও লোকসভার বিরোধী দলনেতার পদ গ্রহণ করেননি রাহুল। এই পদে বসেন বাংলার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
নয়া দিল্লি: সরকার গঠন সম্ভব নয়। তবে প্রধান বিরোধীর আসনে কংগ্রেসই। স্বাভাবিকভাবেই লোকসভার প্রধান বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর এই বিষয়ে পাল্লা ভারী রাহুল গান্ধীর দিকেই।
‘ভারত জোড়ো যাত্রা’ থেকেই রাহুল গান্ধীর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। তার প্রভাবই ভোটবাক্সে দেখা গিয়েছে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। রায়বরেলি ও ওয়েনাড- দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। স্বাভাবিকভাবেই এবার সংসদেও রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করুন বলে হাত শিবিরের অধিকাংশের মত।
সূত্রের খবর, কংগ্রেস সাংসদরা দাবি জানাতে চলেছেন, বিরোধী দলনেতার পদের দায়িত্ব নিন রাহুল গান্ধী। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ডাকা হচ্ছে। সেই বৈঠকেই বিরোধী দলনেতার নাম চূড়ান্ত হবে।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন প্রথম এনডিএ সরকারে লোকসভার বিরোধী দলনেতা হিসাবে প্রতিনিধিত্ব করেছেন মল্লিকার্জুন খাড়্গে। সেবার রাহুল গান্ধীকে এই পদ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি গ্রহণ করেননি। তারপর মোদীর নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারেও লোকসভার বিরোধী দলনেতার পদ গ্রহণ করেননি রাহুল। এই পদে বসেন বাংলার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বর্তমানে মল্লিকার্জুন খাড়্গে কংগ্রেসের সভাপতির পদ সামলাচ্ছেন এবং রাজ্যসভায় প্রতিনিধিত্ব করছেন। আর অধীর চৌধুরী এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। ফলে লোকসভায় বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধীর নামই জোরাল হচ্ছে। যদিও রাহুল গান্ধী বা কংগ্রেস হাইকম্যান্ডের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে।