Rahul Gandhi: ‘সুপ্রিম’ রায় অস্ত্র, সাংসদ পদ ফেরাতে রায়ের কপি নিয়ে সংসদে যাবেন রাহুল
Modi Surname Defamation Case: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরই লোকসভায় রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানান লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। দেখা করতে যান স্পিকারের সঙ্গে।
নয়া দিল্লি: পাঁচ মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম স্বস্তি পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মোদী পদবি (Modi Surname Case) নিয়ে মানহানি মামলায় (Criminal Defamation Case) কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করেছিল সুরাট আদালত । দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে সেই রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরই সাংসদ পদ ফেরাতে উদ্যত রাহুল গান্ধী। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে সংসদে যাবেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছেন অধীর চৌধুরী।
মোদী পদবি নিয়ে মানহানি মামলায় চলতি বছরের ২৩ মার্চ সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। এর পরদিনই, ২৪ মার্চ জনপ্রতিনিধি আইনের অধীনে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। সরকারি বাসভবনও ছাড়তে বাধ্য হন রাহুল। আইন অনুযায়ী, আগামী আট বছর কোনও নির্বাচনেও লড়তে পারবেন না রাহুল গান্ধী। উল্লেখ্য, কেরলের ওয়েনাডের সাংসদ ছিলেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পরই কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়। আইনের অপব্যবহারের অভিযোগও করা হয়। এ দিন সুপ্রিম কোর্টের রায়ের পরই রাহুলের সাংসদ পদ ফেরানোয় উদ্যোগী কংগ্রেস। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরই লোকসভায় রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানান লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। দেখা করতে যান স্পিকারের সঙ্গে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়দানের পরই কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ফোন করেন অধীর চৌধুরীকে। এরপরই তিনি স্পিকারের কাছে যান। কংগ্রেসের বাকি সদস্যরাও সংসদের গেটে ‘ভি ফর ভিকট্রি’ স্লোগান দেন।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে পেলেই সংসদে যাবেন রাহুল গান্ধী এবং নিজের সাংসদ পদ ফিরে পাওয়ার আর্জি জানাবেন। সাংসদ পদ ফিরে পেলে আসন্ন লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন রাহুল।