জঙ্গিহানায় আর্থিক মদতদাতা কারা? সকাল থেকেই উপত্যকাজুড়ে তল্লাশি অভিযান এনআইএ-র

NIA Raids across Jammu Kashmir in Terror Funding Case: ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে এনআইএ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জঙ্গিহানায় আর্থিক মদতদাতা কারা? সকাল থেকেই উপত্যকাজুড়ে তল্লাশি অভিযান এনআইএ-র
চলছে তল্লাশি অভিযান। ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 9:50 AM

জম্মু: জঙ্গি হানায় মদত দিতে লেনদেন হত মোটা অঙ্কের টাকার। এ বার সেই সূত্র ধরেই জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় রবিবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্র অনুযায়ী, শ্রীনগর, অনন্তনাগ, বারামুল্লা সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান।

বিগত কয়েক সপ্তাহ ধরেই ফের একবার উপত্যকায় বেড়েছে জঙ্গি উপদ্রব। দুই সপ্তাহ আগে জম্মুর বিমানঘাঁটিতে হামলা হয়। এরপর চলতি সপ্তাহে টানা তিনদিন এনকাউন্টার অভিযানে প্রায় ১০ জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। কিন্তু এই জঙ্গিহানার জন্য টাকা আসছে কোথা থেকে, তা জানতেই তদন্তে নেমেছে এআইএ।

সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে এনআইএ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবারই জম্মু-কাশ্মীর প্রশাসন ১১জন সরকারি কর্মচারীকে কাজ থেকে বরখাস্ত করে দেয় জঙ্গিহানায় মদত দেওয়ার অভিযোগে। এরমধ্যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি সইদ সালাহুদ্দিনের দুই ছেলেও রয়েছে। মূলত উপত্যকায় হিজবুল মুজাহিদ্দিনের গতিবিধি বাড়ানের জন্যই হাওয়ালা টাকা সংগ্রহ ও লেনদেন চলত বলে জানতে পারে এনআইএ। এরপরই তারা এ দিন তল্লাশি অভিযান শুরু করে।  আরও পড়ুন: কংগ্রেস সভাপতির পিঠে হাত রাখতেই জুটল চড়! ‘আন্ডারওয়ার্ল্ডের ডন’ তকমা বিজেপির