Corona cases and Lockdown News Live: ৪১ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ ও সুস্থের সংখ্যা, মোট টিকাপ্রাপ্ত বেড়ে দাঁড়াল ৩৭ কোটিতে
COVID-19 Daily Update: আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টয় কমেছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতকালই মৃতের সংখ্যা ১২০০ পার করলেও এ দিন তা কমে দাঁড়িয়েছে ৮৯৫-এ।
দেশে করোনার রেখাচিত্র কেবল ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় ফের কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। অন্যদিকে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫২৬ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮। মোট টিকাপ্রাপ্ত হয়েছেন ৩৭ কোটি ৬০ লক্ষ ৩২ হাজার ৫৮৬ জন। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
করোনায় মৃতের সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার, অভিযোগ অখিলেশের
এগিয়ে আসছে উত্তর প্রদেশ (Uttar Pradesh) নির্বাচনের দিনক্ষণ। তার সঙ্গেই বাড়ছে আক্রমণ-প্রতি আক্রমণ। একের পর এক ইস্যুতে যোগী আদিত্যনাথকে বিঁধছে বিরোধীরা। নির্বাচনমুখী উত্তর প্রদেশে করোনা নিয়ে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে যোগী আদিত্যনাথকে। সে রাজ্যে গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে করোনায় মৃতের দেহ, অন্তত এমনটাই অভিযোগ বিরোধীদের। বিস্তারিত পড়ুন: করোনায় মৃতের সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার, অভিযোগ অখিলেশের
-
ত্রিপুরার ভ্যাকসিন নথিতে গরমিল, সঠিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
রাজ্য সরকারের দাবি, তারা ৪৫ উর্ধ্বদের ৯৮ শতাংশকেই করোনা টিকার প্রথম ডোজ় (First Dose of COVID-19 Vaccine) দিয়েছে। প্রাপ্তবয়স্কদের ৮০ শতাংশও প্রথম ডোজ় পেয়ে গিয়েছে। কিন্তু নথিতে গরমিল চোখে পড়তেই প্রশাসনের এই দাবিকে ভুয়ো বলে অ্যাখ্যা দিল ত্রিপুরা হাইকোর্ট (Tripura High Court)। রাজ্যের কত শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বিস্তারিত পড়ুন: ৯৮ শতাংশ রাজ্যবাসীই নাকি পেয়েছেন প্রথম ডোজ়! হিসাবে গরমিল ধরল হাইকোর্ট
-
-
ডেল্টার বিরুদ্ধে কতটা কার্যকরী স্পুটনিক-ভি?
সারা বিশ্বের কাছে এখন নতুন আতঙ্ক করোনার (COVID 19) ডেল্টা ভ্যারিয়েন্ট। গত অক্টোবর মাস থেকে ভারতে ছড়িয়ে পড়া এই স্ট্রেনে আতঙ্কের শেষ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই স্ট্রেন নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে। এ বার প্রশ্ন উঠছিল আদৌ কি ভ্যাকসিন রুখতে পারবে এই ডেল্টা স্ট্রেনকে? রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস এর গবেষণা বলছে করোনার ডেল্টা স্ট্রেনকে ৯০ শতাংশ পর্যন্ত প্রতিহত করতে পারে স্পুটনিক ভি।
বিস্তারিত পড়ুন: ভারতে ছড়িয়ে পড়া ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী স্পুটনিক, দাবি বিজ্ঞানীদের
-
আরও একধাপ আনলক দিল্লিতে, এ বার চালু হল কী কী পরিষেবা?
আরও একধাপ আনলক(Unlock)-র পথে হাঁটল রাজধানী। রবিবার দিল্লি সরকারের (Delhi Government) তরফে ঘোষণা করা হল যে, আগামিকাল অর্থাৎ সোমবার থেকে শিক্ষাক্ষেত্রে জমায়েত বা মিটিং করা যাবে। স্কুল-কলেজে এই মিটিংগুলি হলেও আপাতত পড়ুয়াদের স্কুলে যাওয়া নিষেধাজ্ঞাই জারি থাকল।
বিস্তারিত পড়ুন: আক্রান্তের হার মাত্র ০.০৯ শতাংশ, সপ্তম ধাপের আনলকে পা দিল রাজধানী, খোলা থাকছে কী কী?
-
কেরলে একদিনে মৃত্যু ১০৯ জনের, সপ্তাহ শেষে জারি পূর্ণ লকডাউন
কেরলে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭ জন, মৃত্যু হয়েছে ১০৯ জনের। সংক্রমণ কমার পর লকডাউন তুলে নিলেও সপ্তাহ শেষে লকডাউন জারিই ছিল। এ দিনও সকালে দেখা গেল পুলিশের কড়া পাহারা।
Full lockdown continues to be enforced on weekends in Kerala
Kerala reported 14,087 fresh COVID19 cases and 109 deaths yesterday
Visuals from Thiruvananthapuram pic.twitter.com/0kOwsWgKkz
— ANI (@ANI) July 11, 2021
-
-
লকডাউনে ১৮ মাস ধরে বন্ধ পর্যটক বাস, কর ছাড়ের দাবি বাস মালিকদের
করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে থমকে গিয়েছে পর্যটন শিল্প। বিগত ১৮ মাস ধরে ঔরঙ্গাবাদে দাঁড়িয়ে রয়েছে পর্যটক বাসগুলি। চরম সমস্যায় পড়েছেন বাস মালিকরা। এত মাস ধরে পর্যটন বন্ধ থাকায় যে বিপুল আর্থিক ক্ষতির মুখে পডতে হয়েছে, তারজন্য সরকারের কাছ থেকে করে ছাড়ের আবেদন জানিয়েছেন বাস মালিকরা।
Maharashtra: Tourist buses in Aurangabad parked since last 18 months due to #COVID19
"We demand tax incentive from State govt to overcome the financial losses," Jaswant Singh Rajput, president, Aurangabad Tourism Development Foundation pic.twitter.com/t6qVvOnftn
— ANI (@ANI) July 11, 2021
-
আলফা ও বিটার সাড়াশি আক্রমণ, মৃত্যু ৯০ বছরের বৃদ্ধার
করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে বিশ্বে ৪০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনও অবধি। তবে কারোর দেহে করোনার দুই ধরনের ভ্য়ারিয়েন্ট বাসা বেঁধেছে, এমন শুনেছেন? বেলজিয়ামে ধরা পড়েছে এমনই এক ঘটনা, যেখানে ৯০ বছরের একত বৃদ্ধার শরীরে বাসা বেঁধেছিল করোনার আলফা ও বিটা ভ্যারিয়েন্ট!
বিস্তারিত পড়ুন: একা ‘আলফা’-এ রক্ষা নেই, দোসর ‘বিটা’ও, করোনার ২ ভ্যারিয়েন্টের আক্রমণে মৃত্যু বৃদ্ধার
Published On - Jul 11,2021 9:48 AM