Ashok Gehlot: মহিলাদের যৌন হেনস্থায় জড়িতরা সরকারি চাকরি পাবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Rajasthan CM: মহিলাদের উপর যৌন হেনস্থা, ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অপরাধে জড়িত, এরকম ব্যক্তিদের তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি থানায় পৃথক তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি।

Ashok Gehlot: মহিলাদের যৌন হেনস্থায় জড়িতরা সরকারি চাকরি পাবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 11:24 PM

জয়পুর: মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ-প্রবণতা কমাতে বড় পদক্ষেপ করল রাজস্থান সরকার (Rajasthan Government)। মহিলাদের শ্লীলতাহানি, ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত থাকলে মিলবে না সরকারি চাকরি। মঙ্গলবার টুইট করে একথা ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)।

জানা গিয়েছে, মহিলাদের নিরাপত্তা ও রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সেই বৈঠকেই মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমানোর ব্যাপারে বিশেষ সিদ্ধান্ত নেন তিনি। মহিলাদের উপর যৌন হেনস্থা, ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অপরাধে জড়িত, এরকম ব্যক্তিদের তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি থানায় পৃথক তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ থাকবে, তাদের চারিত্রিক শংসাপত্রেও বিষয়টি উল্লেখ করা থাকবে এবং তারা রাজস্থান সরকারের কোনও চাকরি পাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পুলিশের তৈরি করা ওই তালিকা রাজস্থান পুলিশ সার্ভিস কমিশন (আরপিএসসি), স্টাফ সিলেকশন বোর্ড-সহ অন্যান্য সরকারি চাকরি নিয়োগের বোর্ডগুলিতেও পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি। মহিলাদের উপর যারা যৌন নির্যাতন চালায়, তাদের সামাজিকভাবে বয়কট করার এটাই অন্যতম উপায় বলে জানিয়েছেন গেহলট। এরপর এদিন হিন্দিতে টুইট করে গোটা বিষয়টি ঘোষণা করেন তিনি।

টুইটারে ঠিক কী লিখেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী?

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এদিন হিন্দিতে টুইটারে লিখেছেন, “রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, নাবালিকা ও মহিলাদের শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা এবং ধর্ষণের ঘটনায় জড়িত থাকলে অভিযুক্তরা সরকারি চাকরি পাবে না। এর জন্য প্রতিটি থানায় রেকর্ড রাখা হবে এবং রাজ্য সরকার বা পুলিশ দ্বারা জারি করা তাদের চারিত্রিক শংসাপত্রে সেই ঘটনার কথা উল্লেখ করা হবে। এই ধরনের অসামাজিক উপাদানকে সামাজিকভাবে বয়কট করা জরুরি।”

প্রসঙ্গত, গত ২ অগস্ট ভিলাওয়াড়া জেলায় ৪ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। রাজ্যে নাবালিকা, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ঘটনাটি প্রকাশ্যে আসার পরই রাজস্থান পুলিশ ১ মহিলা-সহ ৭ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট। কিন্তু, এই ঘটনায় রাজস্থানে মহিলাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যা নিয়ে খানিক কোণঠাসা হয়ে পড়েছে গেহলট সরকার। এই পরিস্থিতিতে মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।